Murshidabad News: মর্মান্তিক ঘটনা! মুর্শিদাবাদে বাগান থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ! পাশেই পড়ে জখম ৩ বছরের শিশু
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad News: সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালের পিছনের বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশেই আতঙ্কিত অবস্থায় পড়ে রয়েছে জখম তিন বছরের জীবিত পুত্র সন্তান।
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: সামসেরগঞ্জের তারাপুর হাসপাতালের পিছনের বাগান থেকে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশেই আতঙ্কিত অবস্থায় পড়ে রয়েছে জখম তিন বছরের জীবিত পুত্র সন্তান। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তারাপুর হাসপাতাল সংলগ্ন পিছনের বাগানে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত রক্তাক্ত ক্ষতবিক্ষত ওই মহিলার পরিচয় মেলেনি।
স্থানীয় সূত্রের খবর, তারাপুর হাসপাতালে পিছনের বাগানে রক্তাক্ত অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশেই জীবিত থাকলেও জখম অবস্থায় পড়েছিল এক তিন বছরের পুত্র সন্তান। বিষয়টি সকালে নজরে আসতেই কার্যত ব্যাপক আতঙ্ক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
advertisement
মুর্শিদাবাদের ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার সকালে হঠাৎই মৃতদেহ দেখতে পায় অজ্ঞাত পরিচয় মহিলার। তবে তার কোনও নাম পরিচয় পাওয়া যায়নি। কোথা থেকে এই মহিলা এলেন তার তদন্তের দাবি করছি পুলিশের কাছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে মৃতদেহের পাশ থেকেই শিশুটিকে উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে পাঠানো হয়েছে। এভাবে একজন মহিলার মৃতদেহ উদ্ধার এবং আতঙ্কিত শিশু উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 08, 2026 3:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মর্মান্তিক ঘটনা! মুর্শিদাবাদে বাগান থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ! পাশেই পড়ে জখম ৩ বছরের শিশু









