Birbhum News: ব্লাস্টিংয়ের দাপটে কাঁপছে বাড়িঘর-মন্দির, ফাটল দেওয়াল-রাস্তায়! বিক্ষোভে মহিলারা, বছর ঘুরতেই ফের শিরোনামে ভাদুলিয়া
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News: খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রাম সংলগ্ন GMPL (গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড) কোলিয়ারি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। কয়লা খনিতে ব্লাস্টিংয়ের প্রতিবাদে গ্রামের মহিলাদের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়।
খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রাম সংলগ্ন GMPL (গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড) কোলিয়ারি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। কয়লা খনিতে ব্লাস্টিংয়ের প্রতিবাদে গ্রামের মহিলাদের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement
গ্রামবাসীদের আরও অভিযোগ, খনি শুরুর সময় কাজ, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা ও খেলার মাঠের প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘ ১০ বছরেও তার বাস্তবায়ন হয়নি। চাষের জমি জোর করে কেটে নেওয়া, স্থানীয় যুবকদের কাজ না দেওয়া এবং পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগও তোলা হয়েছে। স্থানীয় ছেলেদের স্থায়ী কাজের দাবিতে সরব হয়েছেন তাঁরা।
advertisement
উল্লেখযোগ্যভাবে, ২০২৪ সালের ৭ অক্টোবর এই গঙ্গারামচক খনিতে বিস্ফোরক ভর্তি ট্রাকে বিস্ফোরণে চালক-সহ আট জনের মৃত্যু হয়। সেই ঘটনার পরও নিরাপত্তা ও ব্লাস্টিং নিয়ে উদ্বেগ কাটেনি। এদিকে WBPDCL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের ডেকে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)







