বাড়ি থেকে হঠাৎ একদিন নিখোঁজ! দেড় বছর পর মুর্শিদাবাদের যুবকের হদিস মিলল বাংলাদেশে, তারপর যা হল...
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Pranab kumar Banerjee
Last Updated:
Murshidabad News: ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি মাসে বাড়ি থেকে নিখোঁজ হন মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হাসানুজ্জাম আলি (৩৪)। দেড় বছর পর হঠাৎই খোঁজ মিলল হাসানুজ্জামের। ফেসবুকের মাধ্যমে জানা গেল, ভারতের নিখোঁজ বাসিন্দা বাংলাদেশে অবস্থান করছেন।
মুর্শিদাবাদ, প্রণব ব্যানার্জি: মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ হাসানুজ্জাম আলি (৩৪)। দীর্ঘ প্রায় দেড় বছর ধরে নিখোঁজ ছিলেন। ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি মাসে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবার থেকে দৌলতাবাদ থানায় নিখোঁজের অভিযোগ নথিভুক্ত করা হয়েছিল। জানা যায়, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
আরও পড়ুনঃ প্রতিভার কাছে হার আর্থিক প্রতিকূলতার! রাজ্যে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারে জাতীয় স্তরে সোনা জয়ের দৌড়ে মালদহের অঙ্কুশ!
দেড় বছর পর হঠাৎই খোঁজ মিলল হাসানুজ্জামের। সম্প্রতি ফেসবুকের মাধ্যমে জানা যায় যে, ভারতের নিখোঁজ বাসিন্দা বাংলাদেশে অবস্থান করছেন। খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার কুমারসানী রাজকে বিষয়টি জানান। তারপরেই দৌলতাবাদ থানার পুলিশ বিষয়টি তৎপরতার সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীকে জানায়। এ বিষয়ে সমন্বয় করে পদক্ষেপ নেন BSF-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়ন।
advertisement
আরও পড়ুনঃ বিহারের মানসিক ভারসাম্যহীন মহিলা বারবার কেন ছুটে আসছেন বসিরহাটের ‘এই’ দোকানে! কীসের টানে? শুনলে আশ্চর্য হবেন
রবিবার বাংলাদেশ বর্ডার গার্ড আনুষ্ঠানিকভাবে হাসানুজ্জাম আলিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগর থানার অন্তর্গত হারুডাঙা সীমান্ত চৌকি (BOP) দিয়ে BSF-এর হাতে তুলে দেয়। পরবর্তীতে তাঁকে সেখান থেকে নিয়ে আসেন বহরমপুর সদর ডিএসপি তমল কুমার বিশ্বাস ও দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ। দৌলতাবাদ থানায় নিয়ে আসার পর মানসিক ভারসাম্যহীন যুবককে তাঁর পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পুলিশের তরফে। ফুলের তোড়া, মিষ্টি দিয়ে জানানো হয় অভিনন্দন। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে পরিবার।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 11:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ি থেকে হঠাৎ একদিন নিখোঁজ! দেড় বছর পর মুর্শিদাবাদের যুবকের হদিস মিলল বাংলাদেশে, তারপর যা হল...