Murshidabad News: একদিনের বৃষ্টি...! ভাবতে পারেন, জলমগ্ন গ্রাম, হচ্ছেটা কী মুর্শিদাবাদে
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad News: এক হাঁটু করে বাড়ির উঠোন ও ঘরের মধ্যেই জলমগ্ন। অন্যদিকে জাল নিয়ে শিশুরা নেমে গিয়েছে মাছ ধরতে।
রঘুনাথগঞ্জ: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি। অন্যদিকে জল ছাড়ছে বিভিন্ন জলাধার। এদিকে একদিনের বৃষ্টিতে জলমগ্ন রঘুনাথগঞ্জ-১ নং ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের শিসাতলা গ্রাম। বৃষ্টির জল ঘরের মেঝে, এমনকি পানীয় জলের কল সহ এলাকা জলে থৈ থৈ করছে রাস্তা ঘাট। বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে যায়। মূলত নিকাশি নালার সমস্যার কারণে ৬০টি পরিবার জলবন্দি। এক হাঁটু করে বাড়ির উঠোন ও ঘরের মধ্যেই জলমগ্ন। অন্যদিকে জাল নিয়ে শিশুরা নেমে গিয়েছে মাছ ধরতে। ফলে বন্যা না আসতেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দফরপুরে।
মুর্শিদাবাদের ওই গ্রামের বাসিন্দাদের কথায়, কংক্রিট এবং কাঁচা ছিটেবেড়ার ঘর রয়েছে এলাকায়। অল্প বৃষ্টিতেই ওই এলাকার অধিকাংশ বাড়ির উঠান ঘরের মেঝে রাস্তাঘাট জলমগ্ন হতে শুরু করেছে। তাতেই ওই এলাকায় বসবাসকারী মানুষের কপালে চিন্তার ভাঁজ। ঘরের মেঝে জলমগ্ন হওয়ার ফলে রান্নাবান্না, থাকা খাওয়া, ঘুমানো তক্তোবোস বা কাঠের মাচা ভরসা পরিবারের। জলমগ্ন হতে, পোকামাকড়ের পাশাপাশি বিষধর সাপের উপদ্রব বেড়েছে, তার যে আতঙ্কে দিন গুনছে মানুষ।
advertisement
আরও পড়ুন: সরষে ফুল দেখা শুধু সময়ের অপেক্ষা…! সামনে এল মারাত্মক খারাপ খবর, লঙ্কা, পটল কিনতে ঘাম ঝরবে ক্রেতাদের
advertisement
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, “এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস। কিন্তু হঠাৎই একদিনের মুসলধারে বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্চায়েতকে জানিয়ে লাভ হয়নি। ফলে বন্যার আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতের সদস্য কাশেম সেখ জানান, এলাকায় নিকাশি নালার সমস্যার জেরেই এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
তন্ময় মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 17, 2025 8:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: একদিনের বৃষ্টি...! ভাবতে পারেন, জলমগ্ন গ্রাম, হচ্ছেটা কী মুর্শিদাবাদে








