Murshidabad News: একদিনের বৃষ্টি...! ভাবতে পারেন, জলমগ্ন গ্রাম, হচ্ছেটা কী মুর্শিদাবাদে

Last Updated:

Murshidabad News: এক হাঁটু করে বাড়ির উঠোন ও ঘরের মধ্যেই জলমগ্ন। অন্যদিকে জাল নিয়ে শিশুরা নেমে গিয়েছে মাছ ধরতে।

+
দফরপুরে

দফরপুরে বৃষ্টিতে জলমগ্ন গ্রামের একাংশ

রঘুনাথগঞ্জ: দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টি। অন্যদিকে জল ছাড়ছে বিভিন্ন জলাধার। এদিকে একদিনের বৃষ্টিতে জলমগ্ন রঘুনাথগঞ্জ-১ নং ব্লকের দফরপুর গ্রাম পঞ্চায়েতের শিসাতলা গ্রাম। বৃষ্টির জল ঘরের মেঝে, এমনকি পানীয় জলের কল সহ এলাকা জলে থৈ থৈ করছে রাস্তা ঘাট। বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে যায়। মূলত নিকাশি নালার সমস্যার কারণে ৬০টি পরিবার জলবন্দি। এক হাঁটু করে বাড়ির উঠোন ও ঘরের মধ্যেই জলমগ্ন। অন্যদিকে জাল নিয়ে শিশুরা নেমে গিয়েছে মাছ ধরতে। ফলে বন্যা না আসতেই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দফরপুরে।
মুর্শিদাবাদের ওই গ্রামের বাসিন্দাদের কথায়, কংক্রিট এবং কাঁচা ছিটেবেড়ার ঘর রয়েছে এলাকায়। অল্প বৃষ্টিতেই ওই এলাকার অধিকাংশ বাড়ির উঠান ঘরের মেঝে রাস্তাঘাট জলমগ্ন হতে শুরু করেছে। তাতেই ওই এলাকায় বসবাসকারী মানুষের কপালে চিন্তার ভাঁজ। ঘরের মেঝে জলমগ্ন হওয়ার ফলে রান্নাবান্না, থাকা খাওয়া, ঘুমানো তক্তোবোস বা কাঠের মাচা ভরসা পরিবারের। জলমগ্ন হতে, পোকামাকড়ের পাশাপাশি বিষধর সাপের উপদ্রব বেড়েছে, তার যে আতঙ্কে দিন গুনছে মানুষ।
advertisement
advertisement
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, “এই গ্রামে শতাধিক পরিবারের বসবাস। কিন্তু হঠাৎই একদিনের মুসলধারে বৃষ্টির কারণে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। পঞ্চায়েতকে জানিয়ে লাভ হয়নি। ফলে বন্যার আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গ্রামে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতের সদস্য কাশেম সেখ জানান, এলাকায় নিকাশি নালার সমস্যার জেরেই এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করা হবে।
তন্ময় মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: একদিনের বৃষ্টি...! ভাবতে পারেন, জলমগ্ন গ্রাম, হচ্ছেটা কী মুর্শিদাবাদে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement