Cultivation: সরষে ফুল দেখা শুধু সময়ের অপেক্ষা...! সামনে এল মারাত্মক খারাপ খবর, লঙ্কা, পটল কিনতে ঘাম ঝরবে ক্রেতাদের

Last Updated:

Cultivation: ধান চাষের পাশাপাশি লাভের আশায় তাঁরা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ হওয়া প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কার গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে এবং পটলের বাগানও নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।

+
বাজার

বাজার

মুর্শিদাবাদ: একদিনের ঝড়বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়লেন মুর্শিদাবাদের কৃষকরা। হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায় দেখা যায় বিঘার পর বিঘা জমির সবজি চাষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত।
মূলত লঙ্কা ও পটল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। কৃষকরা জানিয়েছেন, ধান চাষের পাশাপাশি লাভের আশায় তাঁরা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ হওয়া প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কার গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে এবং পটলের বাগানও নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। চাষের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। সরকারি কোনও সাহায্যের আশায় এখন দিন গুনছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাপ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।
advertisement
advertisement
চাষিরা এও জানিয়েছে, সপ্তাহ খানেক ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, চলে ঝোড়ো হাওয়ার দাপট। ঝড়বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর এলাকার সবজি চাষিরা। জমিতে গিয়েই মন খারাপ চাষিদের। বিঘার পর বিঘা জমির সবজি মাটির সঙ্গে মিশে গিয়েছে। লঙ্কা ও পটল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। চাষিরা জানিয়েছেন, লাভের আশায় তারা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কা গাছ ভেঙে গেছে এবং পটল গাছও মাটিতে লুটিয়ে পড়েছে। কীভাবে ক্ষতিপূরণ হবে, উৎকণ্ঠা মনে দিনযাপন হরিহরপাড়ার সবজি চাষিদের। এর পাশাপাশি এমন ঘটনার কারণে লঙ্কা, পটলের দামও কয়েকগুণ বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতির মুখে পড়ে অনেকেই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও কৃষি দফতরের আধিকারিকরা জানান, এই বর্ষায় প্রবল বৃষ্টির কারণেই লঙ্কার গাছের ক্ষতির সম্ভাবনা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cultivation: সরষে ফুল দেখা শুধু সময়ের অপেক্ষা...! সামনে এল মারাত্মক খারাপ খবর, লঙ্কা, পটল কিনতে ঘাম ঝরবে ক্রেতাদের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement