Cultivation: সরষে ফুল দেখা শুধু সময়ের অপেক্ষা...! সামনে এল মারাত্মক খারাপ খবর, লঙ্কা, পটল কিনতে ঘাম ঝরবে ক্রেতাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Cultivation: ধান চাষের পাশাপাশি লাভের আশায় তাঁরা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ হওয়া প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কার গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে এবং পটলের বাগানও নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে।
মুর্শিদাবাদ: একদিনের ঝড়বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়লেন মুর্শিদাবাদের কৃষকরা। হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায় দেখা যায় বিঘার পর বিঘা জমির সবজি চাষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত।
মূলত লঙ্কা ও পটল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। কৃষকরা জানিয়েছেন, ধান চাষের পাশাপাশি লাভের আশায় তাঁরা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ হওয়া প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কার গাছগুলো ভেঙে পড়ে গিয়েছে এবং পটলের বাগানও নষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। চাষের এমন অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। সরকারি কোনও সাহায্যের আশায় এখন দিন গুনছেন তাঁরা। কৃষকদের দাবি, প্রশাসনের তরফে জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির পরিমাপ করে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হোক।
advertisement
আরও পড়ুন: জল বাড়তেই হুড়মুড়িয়ে ভাঙছে পদ্মা নদীর পাড়…! আতঙ্কে বাসিন্দারা, ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে আপনারও
advertisement
চাষিরা এও জানিয়েছে, সপ্তাহ খানেক ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, চলে ঝোড়ো হাওয়ার দাপট। ঝড়বৃষ্টিতেই চরম ক্ষতির মুখে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত শ্রীপুর এলাকার সবজি চাষিরা। জমিতে গিয়েই মন খারাপ চাষিদের। বিঘার পর বিঘা জমির সবজি মাটির সঙ্গে মিশে গিয়েছে। লঙ্কা ও পটল চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে। চাষিরা জানিয়েছেন, লাভের আশায় তারা লঙ্কা ও পটল চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ প্রবল ঝড়বৃষ্টিতে লঙ্কা গাছ ভেঙে গেছে এবং পটল গাছও মাটিতে লুটিয়ে পড়েছে। কীভাবে ক্ষতিপূরণ হবে, উৎকণ্ঠা মনে দিনযাপন হরিহরপাড়ার সবজি চাষিদের। এর পাশাপাশি এমন ঘটনার কারণে লঙ্কা, পটলের দামও কয়েকগুণ বাড়বে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার ক্ষতির মুখে পড়ে অনেকেই কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও কৃষি দফতরের আধিকারিকরা জানান, এই বর্ষায় প্রবল বৃষ্টির কারণেই লঙ্কার গাছের ক্ষতির সম্ভাবনা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 2:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cultivation: সরষে ফুল দেখা শুধু সময়ের অপেক্ষা...! সামনে এল মারাত্মক খারাপ খবর, লঙ্কা, পটল কিনতে ঘাম ঝরবে ক্রেতাদের