Padma Erosion: জল বাড়তেই হুড়মুড়িয়ে ভাঙছে পদ্মা নদীর পাড়...! আতঙ্কে বাসিন্দারা, ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে আপনারও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Padma Erosion: গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন মুর্শিদাবাদের নতুন কিছু নয়। লালগোলা পদ্মায় জল বৃদ্ধি শুরু হওয়াতে হতাশায় ভুগছেন তারানগরের গ্রামবাসীরা।
লালগোলা: গঙ্গা ও পদ্মা নদীর ভাঙন মুর্শিদাবাদের নতুন কিছু নয়। লালগোলা পদ্মায় জল বৃদ্ধি শুরু হওয়াতে হতাশায় ভুগছেন তারানগরের গ্রামবাসীরা। অনেকেই আবার বাড়ি ভেঙে পালিয়ে যাচ্ছেন, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ নেমে এসেছে। ফলে পদ্মার জল বাড়ায় ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। কিন্তু ভাঙন রোধের জন্য প্রশাসন স্থায়ী কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ। আর এই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকায়।
মুর্শিদাবাদের গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন থেকে পদ্মা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পাড়। এর ফলে ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তারা। রাতের বেলায় ঘুম হচ্ছে না এলাকাবাসীদের। যে কোনও মুহুর্তে পদ্মায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না, বলে অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
উল্লেখ করা যেতে পারে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা ভাঙন হচ্ছে। গতবছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত উল্লেখ্য, বর্ষার সময় জলস্তর বৃদ্ধি ও কমার সময় ভাঙনের গ্রাসে পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষজন। তবুও চোখে মুখে মুখে আতঙ্কের ছাপ নিয়েই তাদের দিন যাপন করতে হয়। ফলে ভাঙনের আতঙ্ক এখন প্রবল গ্রামের বাসিন্দাদের মধ্যে।
advertisement
তন্ময় মন্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 1:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Padma Erosion: জল বাড়তেই হুড়মুড়িয়ে ভাঙছে পদ্মা নদীর পাড়...! আতঙ্কে বাসিন্দারা, ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে আপনারও