Murshidabad News: মুর্শিদাবাদে বুলডোজার...! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক বিল্ডিং, কেন এমন কড়া পদক্ষেপ

Last Updated:

Murshidabad News: রঘুনাথগঞ্জ ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভারের কাজ শুরু করার জন্য জমি অধিগ্রহণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

+
ভাঙা

ভাঙা হচ্ছে বেআইনি দখল 

জঙ্গিপুর: রঘুনাথগঞ্জ ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভারের কাজ শুরু করার জন্য জমি অধিগ্রহণ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অধিগৃহীত জায়গার মধ্যে যাদের বাড়ির দোকান অবস্থিত তাদের বেশ কিছুদিন পূর্বে ভেঙে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রশাসনিক কার্যকর্তারা।
সূত্রের খবর, একাধিকবার নোটিশ করার পরেও অনেকেই তা কর্ণপাত করেননি। সেই কারণেই এবার NHAI, জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পুলিশ বাহিনী এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে বুলডোজার দিয়ে জায়গা অধিগ্রহণের কাজ শুরু করা হয়েছে। ভেঙে ফেলা হচ্ছে অধিগৃহীত জায়গার ওপর থাকা একাধিক অবৈধ ভবন।
advertisement
advertisement
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মথুরাপুর মোড় থেকে মঙ্গলজন মোড় পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের দুই দিকের অবৈধ ভবন ভেঙে ফেলা হবে বলেই জানা যাচ্ছে। ফলে এবার যানজটমুক্ত হবে জঙ্গিপুর শহর সহ আশেপাশের এলাকা। সব কিছু পরিকল্পনা মাফিক চললে খুব তাড়াতাড়ি ১২ নম্বর জাতীয় সড়কের ওপর ফ্লাইওভার তৈরির দ্বিতীয় দফার কাজও শুরু হয়ে যাবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, ওমরপুর চার মাথার মোড় হওয়ার জন্য প্রায় প্রতিদিন প্রচন্ড যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে। এই এলাকা দিয়েই বহরমপুর থেকে ফারাক্কামুখী এবং বিপরীতমুখী ১২ নম্বর জাতীয় সড়ক চলে যাচ্ছে তার ওপর দিয়েই চলে গেছে রঘুনাথগঞ্জ বীরভূম রাজ্য সড়ক। সেই কারণেই প্রতিনিয়ত যেমন দুর্ঘটনা ঘটে, তেমন জাতীয় সড়ক পাড় করে বীরভূম যাওয়ার রাজ্য সড়ক ধরতে সাধারণ মানুষকে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়তে হয়। এর ফলে ওমরপুর ১২ নম্বর জাতীয় সড়ক মোড়ে নিত্যদিন চরম যানজটের শিকার হতে হত নিত্যযাত্রীদের। যার ফলে রঘুনাথগঞ্জ শহরেও প্রতিনিয়ত যানজটের দুর্বিসহ হয়ে উঠে সাধারণ মানুষের জীবনযাত্রা।
advertisement
তন্ময় মন্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মুর্শিদাবাদে বুলডোজার...! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক বিল্ডিং, কেন এমন কড়া পদক্ষেপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement