Duare Doctor: দুয়ারে সরকার, দুয়ারে রেশন অতীত...! এবার দুয়ারে ডাক্তার, রাজ্যে নতুন প্রকল্প, প্রথম বিনামূল্যে পরিষেবা পেল এই জেলা

Last Updated:

Duare Doctor: দুয়ারে সরকার পরিষেবাতে সফল হয়েছে রাজ্য সরকার। এবার সেই দুয়ারে সরকারের মতই দুয়ারে ডাক্তার, স্বাস্থ্য শিবিরের আয়োজন

+
স্বাস্থ্য

স্বাস্থ্য পরীক্ষা 

মুর্শিদাবাদ: দুয়ারে সরকার পরিষেবাতে সফল হয়েছে রাজ্য সরকার। এবার সেই দুয়ারে সরকারের মতই দুয়ারে ডাক্তার, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল বড়ঞা ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। বড়ঞা ব্লক স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বড়ঞা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হচ্ছে। বড়ঞা ব্লকের অন্তর্গত কুলি সাধারণ বিদ্যাপীঠে দুয়ারের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। চোখের ছানি থেকে প্রেসার মাপা এমনকি শারীরিক সুস্থতা কত আছে রোগীদের তাও এদের পরীক্ষা নিরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বড়ঞা ব্লকের বিএমওএইচ ডাক্তার সৌমিক দাস সহ অন্যান্য চিকিৎসকরা।
সাধারণ মানুষের সুবিধার্থে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছে রাজ্য। তাতে ব্যাপক সাফল্য মেলায় একবারে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে ডাক্তার’ পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার। যার মাধ্যমে ডাক্তারদের টিম প্রত্যন্ত এলাকায় পৌঁছে মানুষের চিকিৎসা করছে।
advertisement
advertisement
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই দিন এলাকার প্রায় ২০০০ মানুষ দুয়ারে ডাক্তার শিবিরে চিকিৎসা করিয়েছেন। সাধারণত চিকিৎসার জন্য তাদের অনেকেই বহরমপুরে বা অন্যত্র আসেন। তবে বাড়ির কাছে চিকিৎসকদের পেয়ে খুশি এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এভাবে শুধু একদিন ধরে ডাক্তার আনলে হবে না, তারা প্রতি মাসে একবার করে দুয়ারে ডাক্তার শিবির করার দাবি জানিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়ঞা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌমিক দাস তিনি জানান, ‘বাঁচবো মোরা সুস্থ শরীরে, চলো যাই স্বাস্থ্য শিবিরে’। এই শিবিরে ১২ রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বড়ঞা ব্লকের বিভিন্ন পঞ্চায়েতেই এই দুয়ারে ডাক্তার শিবিরের আয়োজন করা চলছে। সেখানে বহু মানুষ চিকিৎসা করিয়েছেন। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকে পাইলট প্রোজেক্ট হিসেবে করা হচ্ছে। সফল হলেই জেলা স্তরে ও রাজ্যে স্তরে করার পরিকল্পনা রয়েছে।
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Duare Doctor: দুয়ারে সরকার, দুয়ারে রেশন অতীত...! এবার দুয়ারে ডাক্তার, রাজ্যে নতুন প্রকল্প, প্রথম বিনামূল্যে পরিষেবা পেল এই জেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement