Murshidabad Accident: সকাল সকাল কাজে যাওয়ার পথে মর্মান্তিক কাণ্ড! ট্রাক্টরের ধাক্কায় পিষে গেলেন বাইক আরোহী, হেলমেট থাকা সত্ত্বেও...! রক্তে ভাসছে এলাকা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
Murshidabad Accident: সকাল সকাল কাজে যাওয়ার পথ দুর্ঘটনা। ট্রাক্টরের বেপরোয়া গতির ধাক্কা। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও পিষে মৃত্যু হল প্রোঢ়ের। সোমবার সকালে সামশেরগঞ্জের রতনপুরে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম রাজকুমার সিংহ (৪৫)।
রতনপুর, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হল না। মুর্শিদাবাদে সাতসকালেই ঘটে গেল মর্মান্তিক পথদুর্ঘটনা। বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার সকালে সামশেরগঞ্জের রতনপুরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে খবর, ডাকবাংলার দিক থেকে ধুলিয়ানের দিকে যাওয়ার পথে উলটো দিক দিয়ে আসা একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে ওই প্রোঢ়কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও ট্রাক্টর কার্যত পিষে দেয় তাকে।
আরও পড়ুনঃ প্রতিবেশী দাদুর যৌন লালসার শিকার শিশুকন্যা! বাবা-মায়ের চোখ এড়িয়ে বাড়িতে নিয়ে গিয়ে…! কুলতলিতে শোরগোল
পুলিশ সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রাজকুমার সিংহ (৪৫)। তার বাড়ি সুতি থানার জগতাই এলাকায়। তিনি একটি বিড়ি কোম্পানিতে কাজ করতেন। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ি থেকে ধুলিয়ানের একটি বিড়ি কোম্পানিতে কাজে যাচ্ছিলেন তিনি। বাড়ি থেকে সুস্থ সবল অবস্থায় কাজ করতে বেরিয়ে অফিসে পৌঁছানোর আগেই রাজকুমার সিংহের মৃত্যু সংবাদ তাঁর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও দুর্ঘটনার পর বেপরোয়া ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা এও জানিয়েছেন, বর্তমানে এলাকায় বেপরোয়া ট্রাক্টরের গতিবিধি বেড়েছে। আর বেপরোয়া গতির কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাজকুমার সিংহ ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে পুরুষ। দুর্ঘটনায় মৃত্যুর জেরে আগামী দিনে কীভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 13, 2025 1:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Accident: সকাল সকাল কাজে যাওয়ার পথে মর্মান্তিক কাণ্ড! ট্রাক্টরের ধাক্কায় পিষে গেলেন বাইক আরোহী, হেলমেট থাকা সত্ত্বেও...! রক্তে ভাসছে এলাকা