Murder: ছাগল নিয়ে বচসার জের, বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঘটনাটি ঘটেছে সুতি থানার ফতেপুর এলাকায়
#জঙ্গীপুর: ছাগল নিয়ে বচসার জেরে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সুতি থানার ফতেপুর এলাকায়। মৃতের নাম মায়ারানী দাস (৬৯)। খবর পেয়ে ঘটনাস্থলে সুতি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার পরেই পলাতক অভিযুক্ত প্রতিবেশী দয়াল দাস। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার সকালে দয়াল দাসের বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে পাশের বাড়ির মায়ারানী দাসের পরিবারের সঙ্গে বচসা বাঁধে। তারপরেই শুরু হয় হাতাহাতি। ধাক্কাধাক্কিতে মায়ারানী দাস ইটের উপর গিয়ে পড়েন। মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
advertisement
advertisement
ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, মায়ারানী দাসের কোনও সন্তান ছিল না। দেওরের ছেলের পরিবারের সঙ্গেই থাকতেন তিনি। সুতি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দয়াল দাস। প্রতিবেশী তপন মন্ডল বলেন, '' চিৎকার শুনে বাইরে এসে দেখি পাশের বাড়িতে চেঁচামেচি চলছে চরমে। মায়ারানী দাসকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর মৃত্যু হয়। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অভিযুক্ত দয়াল দাসকে গ্রেফতা করে শাস্তির ব্যবস্থা করা হোক।''
advertisement
মৃত মায়ারানী দাসের আত্মীয় পলাশ দাস বলেন, '' দয়াল দাসের বাড়িতে আমাদের ছাগল ঢুকে যাওয়ায় ছাগলগুলোকে ওরা মারধর করে। আমরা এর প্রতিবাদ করেছিলাম। সেই কারণে আমাদের উপর চড়াও হয়ে আমাদের মারধর করে দয়াল দাস। আমার জ্যেঠিমা মায়ারানী দাসকে খুন করা হয়েছে। আমি চাই পুলিশ দয়াল দাসকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক।'' তবে পুলিশের অনুমান, শুধু ছাগলকে কেন্দ্র করেই নয়, পুরনো কোনও বিবাদ এই দুই পরিবারের মধ্যে ছিল যার ফলে এ হেন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 08, 2022 10:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murder: ছাগল নিয়ে বচসার জের, বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে