হোটেলের ঘরে এই জিনিসগুলো কোনও দিন ধোয়া হয় না! ছুঁয়ে ফেলেননি তো? হয়ে গেল সব ফাঁস  

Last Updated:
হোটেলে পৌঁছে চেক-ইন করে ক্লান্ত শরীরে যখন বিছানায় ঢলে পড়েন, মনে হয়—সবই কত পরিষ্কার, ঝকঝকে সাজানো! কিন্তু কখনও ভেবেছেন, সেই চাকচিক্যের আড়ালে ঠিক কতটা অপরিচ্ছন্নতা লুকিয়ে থাকতে পারে?
1/10
হোটেল রুমে এই জিনিসগুলো কখনও ধোয়া হয় না! ছোঁবেন না যেন!  সামাজিক মাধ্যমে ফাঁস করলেন এক প্রাক্তন কর্মী
হোটেল রুমে এই জিনিসগুলো কখনও ধোয়া হয় না! ছোঁবেন না যেন!  সামাজিক মাধ্যমে ফাঁস করলেন এক প্রাক্তন কর্মী
advertisement
2/10
হোটেলে পৌঁছে চেক-ইন করে ক্লান্ত শরীরে যখন বিছানায় ঢলে পড়েন, মনে হয়—সবই কত পরিষ্কার, ঝকঝকে সাজানো! কিন্তু কখনও ভেবেছেন, সেই চাকচিক্যের আড়ালে ঠিক কতটা অপরিচ্ছন্নতা লুকিয়ে থাকতে পারে?
হোটেলে পৌঁছে চেক-ইন করে ক্লান্ত শরীরে যখন বিছানায় ঢলে পড়েন, মনে হয়—সবই কত পরিষ্কার, ঝকঝকে সাজানো! কিন্তু কখনও ভেবেছেন, সেই চাকচিক্যের আড়ালে ঠিক কতটা অপরিচ্ছন্নতা লুকিয়ে থাকতে পারে?
advertisement
3/10
সম্প্রতি এক প্রাক্তন হোটেল কর্মী Reddit-এ ফাঁস করেছেন হোটেল ঘর পরিষ্কার রাখার পিছনের ভয়ঙ্কর সত্য।
সম্প্রতি এক প্রাক্তন হোটেল কর্মী Reddit-এ ফাঁস করেছেন হোটেল ঘর পরিষ্কার রাখার পিছনের ভয়ঙ্কর সত্য।
advertisement
4/10
আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় হোটেলে থেকেছি। বাইরে থেকে সবকিছু ঝকঝকে, নিখুঁত মনে হয়। কিন্তু সেই পরিচ্ছন্নতার আড়ালে রয়েছে এক অন্ধকার গোপন রহস্য। ঘরের কিছু জিনিস কখনও ধোয়া হয় না, অথচ বহু মানুষের হাত, ধুলো আর ব্যবহার জমে থাকে সেখানে। সম্প্রতি এক ব্যক্তি সামাজিক মাধ্যমে সেই তথ্য প্রকাশ করে সাবধান করে দিয়েছেন সবাইকে—এই জিনিসগুলোতে হাতও না দিতে!
আমরা প্রায় সবাই কোনো না কোনো সময় হোটেলে থেকেছি। বাইরে থেকে সবকিছু ঝকঝকে, নিখুঁত মনে হয়। কিন্তু সেই পরিচ্ছন্নতার আড়ালে রয়েছে এক অন্ধকার গোপন রহস্য। ঘরের কিছু জিনিস কখনও ধোয়া হয় না, অথচ বহু মানুষের হাত, ধুলো আর ব্যবহার জমে থাকে সেখানে। সম্প্রতি এক ব্যক্তি সামাজিক মাধ্যমে সেই তথ্য প্রকাশ করে সাবধান করে দিয়েছেন সবাইকে—এই জিনিসগুলোতে হাতও না দিতে!
advertisement
5/10
তিনি জানিয়েছেন, হোটেল বিছানায় যে উপরের চাদর, কম্বল বা ডেকোরেটিভ কাভার থাকে, সেগুলো নিয়মিত ধোয়া হয় না। প্রাক্তন কর্মীর সতর্কবার্তা—“ওই উপরের কম্বল বা থ্রো-তে বেশি ভরসা কোরো না, আর চেষ্টা করো এগুলো নোংরা না করতে, কারণ প্রতিটি অতিথির পর এগুলো ধোয়া হয় না।”
তিনি জানিয়েছেন, হোটেল বিছানায় যে উপরের চাদর, কম্বল বা ডেকোরেটিভ কাভার থাকে, সেগুলো নিয়মিত ধোয়া হয় না। প্রাক্তন কর্মীর সতর্কবার্তা— “ওই উপরের কম্বল বা থ্রো-তে বেশি ভরসা কোরো না, আর চেষ্টা করো এগুলো নোংরা না করতে, কারণ প্রতিটি অতিথির পর এগুলো ধোয়া হয় না।”
advertisement
6/10
অনেক অতিথি ঘুমানোর আগে এই কভার সরিয়ে রাখেন, কিন্তু ভুলে যান সেখানে বসা বা জিনিস রাখার সময়ও সেগুলোয় অগণিত মানুষের স্পর্শ ও ধুলো জমে থাকে। কয়েক সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত সেগুলো অপরিষ্কার অবস্থায় থেকে যায়।
অনেক অতিথি ঘুমানোর আগে এই কভার সরিয়ে রাখেন, কিন্তু ভুলে যান সেখানে বসা বা জিনিস রাখার সময়ও সেগুলোয় অগণিত মানুষের স্পর্শ ও ধুলো জমে থাকে। কয়েক সপ্তাহ, এমনকি মাস পর্যন্ত সেগুলো অপরিষ্কার অবস্থায় থেকে যায়।
advertisement
7/10
হোটেল ইন্ডাস্ট্রিতে এই ধরনের কভার বা ডেকোরেটিভ কাপড়কে বলা হয় “soft goods”, যেগুলোকে ধরা হয় “non-barrier items”—মানে, এগুলো শরীরের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসে না, তাই প্রতিদিন ধোয়ার কোনও বাধ্যবাধকতা নেই।
হোটেল ইন্ডাস্ট্রিতে এই ধরনের কভার বা ডেকোরেটিভ কাপড়কে বলা হয় “soft goods”, যেগুলোকে ধরা হয় “non-barrier items”—মানে, এগুলো শরীরের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসে না, তাই প্রতিদিন ধোয়ার কোনও বাধ্যবাধকতা নেই।
advertisement
8/10
হোটেল ইন্ডাস্ট্রিতে এই ধরনের কভার বা ডেকোরেটিভ কাপড়কে বলা হয় “soft goods”, যেগুলোকে ধরা হয় “non-barrier items”—মানে, এগুলো শরীরের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসে না, তাই প্রতিদিন ধোয়ার কোনও বাধ্যবাধকতা নেই।
হোটেল ইন্ডাস্ট্রিতে এই ধরনের কভার বা ডেকোরেটিভ কাপড়কে বলা হয় “soft goods”, যেগুলোকে ধরা হয় “non-barrier items”—মানে, এগুলো শরীরের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসে না, তাই প্রতিদিন ধোয়ার কোনও বাধ্যবাধকতা নেই।
advertisement
9/10
বরং নিয়ম অনুযায়ী শুধু “barrier linens”—যেমন চাদর, বালিশের কভার ও তোয়ালে—প্রতিটি অতিথির পর ধোয়া ও বদলানো বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনেক সময় কর্মীরা সময় বাঁচাতে সেটাও ঠিকঠাক করেন না।
বরং নিয়ম অনুযায়ী শুধু “barrier linens”—যেমন চাদর, বালিশের কভার ও তোয়ালে—প্রতিটি অতিথির পর ধোয়া ও বদলানো বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে অনেক সময় কর্মীরা সময় বাঁচাতে সেটাও ঠিকঠাক করেন না।
advertisement
10/10
Generated image এক Reddit ব্যবহারকারী লিখেছেন,“আমি চারটে আলাদা হোটেলে হাউসকিপিং-এ কাজ করেছি। আমাদের নিয়ম ছিল, প্রতিটি অতিথির পর সব বিছানার কাপড় বদলাতে হবে। কিন্তু অনেকে সময় বাঁচানোর জন্য কিছু পুরনো জিনিসই রেখে দিতেন।”
এক Reddit ব্যবহারকারী লিখেছেন, “আমি চারটে আলাদা হোটেলে হাউসকিপিং-এ কাজ করেছি। আমাদের নিয়ম ছিল, প্রতিটি অতিথির পর সব বিছানার কাপড় বদলাতে হবে। কিন্তু অনেকে সময় বাঁচানোর জন্য কিছু পুরনো জিনিসই রেখে দিতেন।”
advertisement
advertisement
advertisement