Madhyamik Exam 2022: দৃষ্টিহীন পরীক্ষার্থীদের রাইটার নেই! ৫ মিনিটে সমস্যার সমাধান করলেন অনুব্রত মণ্ডল

Last Updated:

Anubrata Mondal: ৫ মিনিটে এত বড় সমস্যার সমাধান করে দিলেন অনুব্রত মণ্ডল। সুপারম্যান-এর মতো!

#সিউড়ি: শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে শুরুতেই দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য সমস্যা। এদিন পরীক্ষা দিতে গিয়ে দৃষ্টিহীন পরীক্ষার্থীরা জানতে পারে, তারা দিতে পারবেনা মাধ্যমিক, কারণ তাদের জন্য নেই কোনও রাইটার। মনে প্রশ্ন সবার তবে কি এই বছর পরীক্ষায় বসতেই পারবে না তারা?
তবে শেষমেশ অনুব্রত মন্ডলের হস্তান্তরে পাঁচ মিনিটের মধ্যে ব্যবস্থা হয় রাইটারের। পরীক্ষায় বসে ১১ জন দৃষ্টিহীন পরীক্ষার্থী। সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। জীবনের প্রথম বড় পরীক্ষার মধ্যে একটি। তাই জোরদার প্রস্তুতি নিয়েছে সকল পরীক্ষার্থ। কোরোনা পরিস্থিতির জন্য গত বছর বাতিল হয়েছিল মাধ্যমিক।
আরও পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের বিজেপির প্রতীক যুক্ত মাস্ক বিলিতে বাধা অভিভাবকদের
একবছর পর ৭ই মার্চ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। সকল পরীক্ষার্থীর মতোই পরীক্ষা শুরুর আগে পরীক্ষা দিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছিল দৃষ্টিহীন পরীক্ষার্থীরা। কিন্তু তারা পরীক্ষা দিতে গিয়ে দেখে, নেই কোনও রাইটার। সমস্যায় পরে তারা।
advertisement
advertisement
সমস্যার কথা বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানতেই অনুব্রত মন্ডলের সহায়তায় যোগাযোগ করেন মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে। এস আর ডির চেয়ারম্যান অনুব্রত মন্ডলের তত্ত্বাবধানে পাঁচ মিনিটের মধ্যে ব্যবস্থা হয় ১১ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর রাইটার। তার পর রাইটার নিয়ে পরীক্ষায় বসে তারা।
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানান , "আমাদের জেলায় মোট পরীক্ষার্থী ৪৪৯২৩ জন। তার মধ্যে মহিলা পরীক্ষার্থী ২৫২৫১ জন ও পুরুষ পরীক্ষার্থী ১৯৬৭২ জন। তবে এখানে একটু সমস্যা দেখা দিয়েছিলো। দৃষ্টিহীন কিছু পরীক্ষার্থী১২টার সময় জানতে পারে তাদের রাইটার নেই। তখন সঙ্গে সঙ্গে এস আর ডির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের মাধ্যমে আমরা বোর্ডের সঙ্গে কথা বলি। মধ্য শিক্ষা পর্ষদ ও অনুব্রত মন্ডলের তত্ত্বাবধানে পাঁচ মিনিটের মধ্যে আমরা ১১ জন দৃষ্টিহীন পরীক্ষার্থীর রাইটারের ব্যবস্থা করেদি এবং তারা তারপর পরীক্ষায় বসে।"
advertisement
আরও পড়ুন- ও মা! জালে ওটা কী উঠল, মাছের জন্য ফেলা জাল তুলতেই মিলল ঢাউস ‘এই’ প্রাণী
দৃষ্টিহীন পরীক্ষার্থী মনসুরা খাতুন বলেন , " পরীক্ষা দিতে গিয়ে জানতে পারি আমার রাইটার নেই , দিতে পারব না পরীক্ষা। তবে ব্যবস্থা হওয়ার পর আমি বসি পরীক্ষায় এবং পরীক্ষা খুব ভাল হয় আমার।"
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2022: দৃষ্টিহীন পরীক্ষার্থীদের রাইটার নেই! ৫ মিনিটে সমস্যার সমাধান করলেন অনুব্রত মণ্ডল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement