Naihati Boro Maa Immersion: স্বর্ণালংকার খুলে, ফুলের বেশে সাজলেন নৈহাটির 'বড়মা', নিরঞ্জনের ঠিক আগের মুহূর্তের প্রস্তুতি, দেখুন ছবিতে

Last Updated:
Naihati Boro Maa Immersion: স্বর্ণালংকার খুলে, রাজবেসে সাজছেন নৈহাটির বড় মা কালী, দেখুন সেই রূপ
1/6
*নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: নৈহাটির বড়মার বিদায়বেলা। সকাল থেকেই ভারাক্রান্ত ভক্তদের মন। এই কয়েকদিন মহা ধুমধামে পূজিত হলেন নৈহাটির বড়মা কালী। লক্ষাধিক ভক্ত লাইন দিয়ে পুজো দিয়েছেন বড়মা-র কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালীর পুজো এবছর ১০২ বছরে পদার্পন করায় বহু অংশে বেড়েছে জৌলুস।
*নৈহাটি, রুদ্র নারায়ণ রায়: নৈহাটির বড়মার বিদায়বেলা। সকাল থেকেই ভারাক্রান্ত ভক্তদের মন। এই কয়েকদিন মহা ধুমধামে পূজিত হলেন নৈহাটির বড়মা কালী। লক্ষাধিক ভক্ত লাইন দিয়ে পুজো দিয়েছেন বড়মা-র কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালীর পুজো এবছর ১০২ বছরে পদার্পন করায় বহু অংশে বেড়েছে জৌলুস।
advertisement
2/6
*দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। ২১ ফুটের নৈহাটির বড়মার ও তার সঙ্গে ৭০ কেজির উপর স্বর্ণালংকার ও ১৫০ কেজির রুপোর অলংকার দেখতে প্রতি বছরই ভক্তদের জনসমুদ্র লক্ষ্য করা যায় পুজোর ক'দিন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদেরও। বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না বড়মা, তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে বারংবার ছুটে আসেন অগণিত ভক্ত।
*দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। ২১ ফুটের নৈহাটির বড়মার ও তার সঙ্গে ৭০ কেজির উপর স্বর্ণালংকার ও ১৫০ কেজির রুপোর অলংকার দেখতে প্রতি বছরই ভক্তদের জনসমুদ্র লক্ষ্য করা যায় পুজোর ক'দিন। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদেরও। বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না বড়মা, তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে বারংবার ছুটে আসেন অগণিত ভক্ত।
advertisement
3/6
*জানা যায়, নবদ্বীপে রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পর, নৈহাটির নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন। পরবর্তীতে বড় কালী বড়মা হিসেবে জনমানষে ছড়িয়ে পড়ে। পুজোর এই চারদিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রতিমা নিরঞ্জনের আগে রীতি মেনে বড়মার গায়ের সোনার ও রুপোর গয়না খুলিয়ে মাকে সাজিয়ে তোলা হয় ফুলের গয়না দিয়ে।
*জানা যায়, নবদ্বীপে রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পর, নৈহাটির নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন। পরবর্তীতে বড় কালী বড়মা হিসেবে জনমানষে ছড়িয়ে পড়ে। পুজোর এই চারদিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রতিমা নিরঞ্জনের আগে রীতি মেনে বড়মার গায়ের সোনার ও রুপোর গয়না খুলিয়ে মাকে সাজিয়ে তোলা হয় ফুলের গয়না দিয়ে।
advertisement
4/6
*বড়মার বিসর্জন দেখতেও হাজার হাজার মানুষ ভিড় জমান নৈহাটিতে। চাকা লাগানো ট্রলির ওপর বিশাল আকৃতির বড়মার মূর্তি টেনে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে তারপর সেখানেই বিসর্জন দেওয়ার রীতি চলে আসছে। এবারও বড়মার বিসর্জন ঘিরে সকাল থেকেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা হয়েছে বিশেষ পুজো।
*বড়মার বিসর্জন দেখতেও হাজার হাজার মানুষ ভিড় জমান নৈহাটিতে। চাকা লাগানো ট্রলির ওপর বিশাল আকৃতির বড়মার মূর্তি টেনে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে তারপর সেখানেই বিসর্জন দেওয়ার রীতি চলে আসছে। এবারও বড়মার বিসর্জন ঘিরে সকাল থেকেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা হয়েছে বিশেষ পুজো।
advertisement
5/6
*ধীরে ধীরে বড়মাকে সাজিয়ে তোলা হচ্ছে ফুলের গয়নায়। বেলা চারটের পর নিরঞ্জনের পথে যাবেন বড়মা। বড়মা পুজো কমিটির তরফ থেকে বারংবার সতর্কতা প্রচার করা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। কারণ সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে নৈহাটি চত্বরে। যাতে কোনও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুজো কমিটির তরফে।
*ধীরে ধীরে বড়মাকে সাজিয়ে তোলা হচ্ছে ফুলের গয়নায়। বেলা চারটের পর নিরঞ্জনের পথে যাবেন বড়মা। বড়মা পুজো কমিটির তরফ থেকে বারংবার সতর্কতা প্রচার করা হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। কারণ সকাল থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে নৈহাটি চত্বরে। যাতে কোনও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এবার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে পুজো কমিটির তরফে।
advertisement
6/6
*এদিন পুলিশ প্রশাসনের তরফে প্রায় সত্তর জনের উপর আইপিএস আইএএস-সহ উচ্চপদস্থ কর্তারা মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রায় ৮০০-র কাছাকাছি পুলিশকর্মী বিসর্জনের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ব্যাচ পরিহিত ভলেন্টিয়াররাই বড়মার সুবিশাল প্রতিমা টেনে নিয়ে যাবেন গঙ্গার ঘাটে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় পাশাপাশি সাধারণ মানুষের ভক্তদের যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
*এদিন পুলিশ প্রশাসনের তরফে প্রায় সত্তর জনের উপর আইপিএস আইএএস-সহ উচ্চপদস্থ কর্তারা মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রায় ৮০০-র কাছাকাছি পুলিশকর্মী বিসর্জনের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র ব্যাচ পরিহিত ভলেন্টিয়াররাই বড়মার সুবিশাল প্রতিমা টেনে নিয়ে যাবেন গঙ্গার ঘাটে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় পাশাপাশি সাধারণ মানুষের ভক্তদের যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
advertisement