ও মা! জালে ওটা কী উঠল, মাছের জন্য ফেলা জাল তুলতেই মিলল ঢাউস ‘এই’ প্রাণী, এলাকায় শোরগোল

Last Updated:

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বাড়ইয়ের ছেলে সুজিত বাড়ই সোমবার রাতে রূপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতে ছিল।

প্রায় ৫০ কেজি ওজনের এই কচ্ছপটিকে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়৷ তবে কচ্ছপটির কোনও ক্ষতি না করে সেটিকে বন দফতরের হাতে তুলে দেন গ্রামবাসীরাই৷প্রায় ৫০ কেজি ওজনের এই কচ্ছপটিকে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়৷ তবে কচ্ছপটির কোনও ক্ষতি না করে সেটিকে বন দফতরের হাতে তুলে দেন গ্রামবাসীরাই৷
প্রায় ৫০ কেজি ওজনের এই কচ্ছপটিকে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়৷ তবে কচ্ছপটির কোনও ক্ষতি না করে সেটিকে বন দফতরের হাতে তুলে দেন গ্রামবাসীরাই৷প্রায় ৫০ কেজি ওজনের এই কচ্ছপটিকে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়৷ তবে কচ্ছপটির কোনও ক্ষতি না করে সেটিকে বন দফতরের হাতে তুলে দেন গ্রামবাসীরাই৷
#মহিষাদল:  নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসে একটি বিরল প্রজাতির প্রাণী। কচ্ছপ  প্রজাতির একটি প্রাণী। স্থানীয় ভাষায় একে ব্লাকুড় (Turtle) বলা হয়ে থাকে। ওজন প্রায় দেড় মন। মহিষাদলের (Mahishadal) বাড়ইপাড়া বয়াগড়া এলাকায় প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছে দূর দূরান্তের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গল বাড়ইয়ের ছেলে সুজিত বাড়ই সোমবার রাতে রূপনারায়ণ নদে মাছ ধরার জন্য জাল পেতে ছিল। সেই জালে প্রাণীটি উঠে আসে। প্রথমে প্রাণীটিকে জাল থেকে ছাড়িয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। পরে আবার জড়িয়ে যায়। তার পর ৮ মার্চ মঙ্গলবার সকালে তারা প্রাণীটিকে পাড়ে নিয়ে এসে জলাশয়ে রেখেছে। স্থানীয় বনদফতরকে খবর দেওয়া হয়েছে। বনদপ্তর এর হাতে  তুলে দেওয়া হবে বলে স্থানীয়রা জানিয়েছে। এর আগে প্রায় ৩০ বছর আগেই এর থেকে একটু বড় মাপের প্রাণী মৎস্যজীবীদের জালে ধরা পড়েছিল। তারপর আবার এই ধরনের প্রাণী মৎস্যজীবীদের জালে পড়ায় তা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমাতে থাকে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় বন্য  প্রাণীদের দেখা মিলছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের একটি খালে মাঝবয়সী কুমিরের দেখা মেলে। বনদফতর উদ্ধার করে সেটিকে মাছ নদীতে ছেড়ে দেয়। এছাড়াও খেজুরি ব্লকের নিজকসবা এলাকায় বন্য শুয়োরের আক্রমণে মারা গেছে এক বৃদ্ধ। আহতের সংখ্যাও অনেক। পূর্ব মেদিনীপুর জেলার বনদফতর এর সূত্র থেকে জানা যায় ওই এলাকায় বন্য শুয়োরের পরিমাণ বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে বন্য জীবজন্তুর দেখা মিলছে। কুমিরের পর এবার বিরল প্রজাতির কচ্ছপ উঠে এল মৎস্যজীবির জালে।
advertisement
 Saikat Shee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ও মা! জালে ওটা কী উঠল, মাছের জন্য ফেলা জাল তুলতেই মিলল ঢাউস ‘এই’ প্রাণী, এলাকায় শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement