Bold and Beautiful: রূপের আগুনে মার্কিন প্রশাসনকে ঘোল খাইয়ে ছেড়েছেন রুশ স্পাই, দেখুন ফটো

Last Updated:
Bold and Beautiful: মাতাহারির রূপের প্রশংসা তো সকলেই জানেন, বর্তমান যুগে রাশিয়ান ‘মাতাহারি’কে দেখে নিন৷ রূপের আগুনের পাশাপাশি রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বাজার গরম করা মন্তব্য করে শিরোনামে আগুন সুন্দরী৷
1/7
#মস্কো: যাঁরা দেখেন তাঁরা কিছু বোঝার আগেই মাত হয়ে যান৷ এই রূপের আগুন জ্বালানো মহিল রাশিয়ার এনা চ্যাপম্যান (anna chapman) ৷ বয়স ৪০-র কোঠায় কিন্তু যৌবনের আবেদন এখনও সারা শরীরে, তাঁর চোখে কুহক৷ এমন সুন্দরীর কাজ কি তা বুঝতে অবশ্য আমেরিকার কালঘাম ছুটে গেছে৷ ২০১০ সালে আমেরিকা ও রাশিয়ায় (Russia) একেবারে মাতিয়ে দিয়েছেন৷ তিনি গুপ্ত এজেন্ট হিসেবে দীর্ঘদিন আমেরিকায় ছিলেন৷ একের এক গোপন তথ্য বার করে আনার পর তিনি আমেরিকায় ধরা পড়েন, তবে পরে গুপ্তচর (Spy) প্রত্যার্পণের সময় তিনি অনেক কষ্টে দেশে ফিরে যেতে পারেন৷
#মস্কো: যাঁরা দেখেন তাঁরা কিছু বোঝার আগেই মাত হয়ে যান৷ এই রূপের আগুন জ্বালানো মহিল রাশিয়ার এনা চ্যাপম্যান (anna chapman) ৷ বয়স ৪০-র কোঠায় কিন্তু যৌবনের আবেদন এখনও সারা শরীরে, তাঁর চোখে কুহক৷ এমন সুন্দরীর কাজ কি তা বুঝতে অবশ্য আমেরিকার কালঘাম ছুটে গেছে৷ ২০১০ সালে আমেরিকা ও রাশিয়ায় (Russia) একেবারে মাতিয়ে দিয়েছেন৷ তিনি গুপ্ত এজেন্ট হিসেবে দীর্ঘদিন আমেরিকায় ছিলেন৷ একের এক গোপন তথ্য বার করে আনার পর তিনি আমেরিকায় ধরা পড়েন, তবে পরে গুপ্তচর (Spy) প্রত্যার্পণের সময় তিনি অনেক কষ্টে দেশে ফিরে যেতে পারেন৷
advertisement
2/7
 গুপ্তচরবৃত্তি (Spy) কেরিয়ারে ফুলস্টপ পড়ে যাওয়ার পর মডেল হয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন৷ আগে শত্রুপক্ষ তাঁর ফ্যান হয়ে একের পর গোপন তথ্য পাচার করে দিত, আর মডেলিংয়ে কেরিয়ার শুরু করার পরেই সকলে তাঁর ফ্যান হয়ে যান৷ ফের তিনি রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের (Russia vs Ukraine) সময় শিরোনামে উঠে এসেছেন কারণ তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভ্লাদিমির পুতিনের অ্যাজেন্ডার জোর পাবলিসিটি করছেন৷
গুপ্তচরবৃত্তি (Spy) কেরিয়ারে ফুলস্টপ পড়ে যাওয়ার পর মডেল হয়ে তিনি জীবিকা নির্বাহ করছেন৷ আগে শত্রুপক্ষ তাঁর ফ্যান হয়ে একের পর গোপন তথ্য পাচার করে দিত, আর মডেলিংয়ে কেরিয়ার শুরু করার পরেই সকলে তাঁর ফ্যান হয়ে যান৷ ফের তিনি রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের (Russia vs Ukraine) সময় শিরোনামে উঠে এসেছেন কারণ তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভ্লাদিমির পুতিনের অ্যাজেন্ডার জোর পাবলিসিটি করছেন৷
advertisement
3/7
 রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের (Russia vs Ukraine war)  সময় তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইউক্রেনকে নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়ার বাহবা দিচ্ছেন৷ তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন , ‘‘আমি দেশে রাষ্ট্রপ্রেমের এইরকম প্রকাশ কোনও দিন দেখিনি৷ আপনাদের এই জন্য ধন্যবাদ৷’’
রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের (Russia vs Ukraine war) সময় তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইউক্রেনকে নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়ার বাহবা দিচ্ছেন৷ তিনি নিজের সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন , ‘‘আমি দেশে রাষ্ট্রপ্রেমের এইরকম প্রকাশ কোনও দিন দেখিনি৷ আপনাদের এই জন্য ধন্যবাদ৷’’
advertisement
4/7
এনা -র বাবা বেসিলি কুশচন্দকোও রুশ (Russia) গুপ্তচর (Spy) সংস্থা KGB -র জন্য কাজ করতেন৷ এনার প্রাক্তন স্বামীর কথা অনুযায়ি তাঁর স্ত্রী সন্দেহপ্রবণ ছিল৷ তাঁর কথা অনুযায়ি এনার গ্রেফতার হওয়া কোনও আশ্চর্য বিষয় নয়৷ কারণ তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ড গুপ্তচরবৃত্তি-র৷
এনা -র বাবা বেসিলি কুশচন্দকোও রুশ (Russia) গুপ্তচর (Spy) সংস্থা KGB -র জন্য কাজ করতেন৷ এনার প্রাক্তন স্বামীর কথা অনুযায়ি তাঁর স্ত্রী সন্দেহপ্রবণ ছিল৷ তাঁর কথা অনুযায়ি এনার গ্রেফতার হওয়া কোনও আশ্চর্য বিষয় নয়৷ কারণ তাঁর পারিবারিক ব্যাকগ্রাউন্ড গুপ্তচরবৃত্তি-র৷
advertisement
5/7
কোল্ড ওয়ারের পর এনা (anna chapman) আমেরিকায় থাকা রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিলেন৷ তিনি আমেরিকায় থাকার জন্য বাড়িও পেয়ে গিয়েছিলেন৷ এনার কাছে ব্রিটেনের নাগরিকত্বও ছিল৷ তিনি ব্রিটিশ যুবক ব্রিট অ্যালেক্স চ্যাপম্যানকে বিয়ে করার সুবাদে এই নাগরিকত্ব পেয়েছিলেন৷ যদিও বিয়ের বছর খানেকের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ  হয়৷
কোল্ড ওয়ারের পর এনা (anna chapman) আমেরিকায় থাকা রাশিয়ার গুপ্তচর নেটওয়ার্কের অংশ ছিলেন৷ তিনি আমেরিকায় থাকার জন্য বাড়িও পেয়ে গিয়েছিলেন৷ এনার কাছে ব্রিটেনের নাগরিকত্বও ছিল৷ তিনি ব্রিটিশ যুবক ব্রিট অ্যালেক্স চ্যাপম্যানকে বিয়ে করার সুবাদে এই নাগরিকত্ব পেয়েছিলেন৷ যদিও বিয়ের বছর খানেকের মধ্যেই তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়৷
advertisement
6/7
আমেরিকায়  ২০১০ সালে এনা বিদেশি সরকারের গুপ্তচর হিসেবে কাজ করতেন৷ তাঁকে ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়৷ তাঁর বিরুদ্ধে দীর্ঘ সময় ডিপ কভার এজেন্ট হিসেবে কাজ করতে দোষী পাওয়া গেছে৷
আমেরিকায় ২০১০ সালে এনা বিদেশি সরকারের গুপ্তচর হিসেবে কাজ করতেন৷ তাঁকে ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়৷ তাঁর বিরুদ্ধে দীর্ঘ সময় ডিপ কভার এজেন্ট হিসেবে কাজ করতে দোষী পাওয়া গেছে৷
advertisement
7/7
সাধারণত কোনও দেশের গুপ্তচরকে কখনও প্রকাশ্যে আনা হয় না কিন্ত এনা চ্যাপম্যান রাশিয়া আসার পর স্টার হয়ে যান৷ তিনি রাশিয়ার টিভি শো Secrets of the World এ সঞ্চালিকার ভূমিকায় কাজ করেছেন৷ তারপর তিনি Venture Business News magazine-র সম্পাদিকা হয়ে যান৷  তিনি রাশিয়ার ১০০ সবচেয়ে আবেদনময়ী মহিলার মধ্যেও জায়গা করে নেন৷ তিন সময়ে সময়ে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধ মন্তব্য করে বাজার গরম রাখেন ভালই৷  (All Photos Credit- Instagram/@anya.chapman)
সাধারণত কোনও দেশের গুপ্তচরকে কখনও প্রকাশ্যে আনা হয় না কিন্ত এনা চ্যাপম্যান রাশিয়া আসার পর স্টার হয়ে যান৷ তিনি রাশিয়ার টিভি শো Secrets of the World এ সঞ্চালিকার ভূমিকায় কাজ করেছেন৷ তারপর তিনি Venture Business News magazine-র সম্পাদিকা হয়ে যান৷ তিনি রাশিয়ার ১০০ সবচেয়ে আবেদনময়ী মহিলার মধ্যেও জায়গা করে নেন৷ তিন সময়ে সময়ে আমেরিকা ও ব্রিটেনের বিরুদ্ধ মন্তব্য করে বাজার গরম রাখেন ভালই৷ (All Photos Credit- Instagram/@anya.chapman)
advertisement
advertisement
advertisement