Mukul Roy: ইদানীং দেখা মেলাই ভার, মুকুল রায় এবার গেলেন কোথায়! দেখেই চমকে উঠলেন অনেকে

Last Updated:

Mukul Roy: সামনেই মায়াপুর ইসকনের রথযাত্রা। ইসকনের পক্ষ থেকে মুকুল রায়কে রথে আসার আমন্ত্রণও জানানো হয়।

মুকুল রায়
মুকুল রায়
#মায়াপুর: হঠাৎ মায়াপুর ইসকন দর্শনে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। কাঁচরাপাড়ার বাড়ি থেকে সটান ইসকন দর্শনে মায়াপুরে মুকুল রায়। মায়াপুরে এসে বিগ্রহ দর্শন করার পাশাপাশি দুপুরের প্রসাদ নিলেন তিনি। মায়াপুরে আগত সমস্ত দর্শনার্থীদের সঙ্গে ডেকে ডেকে সৌজন্য বিনিময়ও করলেন।
সামনেই মায়াপুর ইসকনের রথযাত্রা। ইসকনের পক্ষ থেকে তাঁকে রথে আসার আমন্ত্রণও জানানো হয়। কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায় বলেন, ''মায়াপুর তার অত্যন্ত প্রিয় জায়গা। এখানে এলে আমার খুব ভালো লাগে।''
advertisement
প্রসঙ্গত, বিধানসভা ভোটের পরপরই বিজেপি বিধায়ক মুকুল রায় হাজির হয়েছিলেন তৃণমূল ভবনে। নিজের পুরনো ডেরায় সে সময় তাঁকে স্বাগত জানান স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মুকুল রায় বিজেপির বিধায়ক পদে থেকেই তৃণমূলে যোগ দিয়েছেন বলে সুর চড়ায় বিজেপি। এমনকী হাই কোর্টেরও দ্বারস্থ হয় বিজেপি। আদালত অবশ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কোর্টে বল পাঠায়।
advertisement
আর সেই শুনানি শেষে সম্প্রতি স্পিকার জানান, বিজেপিতে-ই (BJP) আছেন মুকুল রায়। মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদনও খারিজ করেন তিনি। মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার পর রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টের সুপারিশে ফের শুনানি হয়। তাতে দীর্ঘ শুনানির পরে মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ হয়ে যায়। মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে বিধানসভায় ৫ দফায় শুনানি হয়েছে।
advertisement
পাঁচ দফায় শুনানির পর মুকুল বিজেপি-তেই রয়েছেন বলে জানিয়ে দেন বিমান। তিনি জানান, এখানে দলত্যাগের কোনও ঘটনা ঘটেনি। তাই মুকুলের বিধায়ক পদ খারিজের কোনও প্রশ্ন নেই। স্পিকারের এই রায়ের পর বিজেপি ফের হাইকোর্টের দ্বারস্থ হয় কিনা, সেটাই এখন দেখার। তবে, বিগত কয়েক মাস যাবৎ মুকুল রায়কে রাজনৈতিক ময়দানে তেমন দেখা যায়নি, কখনও সখনও ইতিউতি তাঁকে দেখা গেলেও শারীরিক অসুস্থতা ক্রমশ প্রকট হচ্ছিল। বেশ কিছু বিতর্কিত মন্তব্যও করেছেন মুকুল। এহেন পরিস্থিতিতে এবার মায়াপুরে দেখা মিলল একদা রাজ্য রাজনীতির দাপুটে এই নেতার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukul Roy: ইদানীং দেখা মেলাই ভার, মুকুল রায় এবার গেলেন কোথায়! দেখেই চমকে উঠলেন অনেকে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement