শান্তিপুরের তাঁতের শাড়ি চেনাতে হবে গোটা বিশ্বকে! তাঁতিদের ঘরে ছেলেমেয়েরা তাই যা করছে...দেখুন!

Last Updated:

শান্তিপুরের তাঁত শাড়ি বিশ্ব দরবারে পৌঁছে দিতে MSME-র উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তাঁতির উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য তাদেরই ঘরের ছেলে মেয়েদের দেওয়া হল প্রশিক্ষণ!

+
তাঁতি

তাঁতি বুনছেন শাড়ি

শান্তিপুর: MSME-র উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তাঁতির উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য তাদেরই ঘরের পড়াশোনা জানা ছেলেমেয়েদের নিয়ে আয়োজন করা হল পাঁচ দিনব্যাপী অত্যাধুনিক বিশেষ প্রশিক্ষণ শিবির।
advertisement
শান্তিপুরের তাঁত শাড়ি বিশ্ব দরবারে পৌঁছে দিতে MSME র উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তাঁতির উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য তাদেরই ঘরের পড়াশোনা জানা ছেলেমেয়েদের নিয়ে পাঁচ দিনব্যাপী অত্যাধুনিক বিশেষ প্রশিক্ষণ শিবির শান্তিপুরে।
advertisement
শান্তিপুর তাঁত বস্ত্র ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ সহ-সভাপতি কৌশিক প্রামানিক সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিক সহMSME-র দফতরের আধিকারিকদের উপস্থিতিতে পাঁচ দিনের বিশেষ কর্মশালার আয়োজন করা হল।
advertisement
এদিন ইমপোর্ট এক্সপোর্ট সহ জিএসটি এবং তাঁতিরা কিরকম ব্যাংক লোন পাবে সমস্তটাই পাঁচদিনের এই বিশেষ কর্মশালায় আলোচনা করা হবে এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে তাঁত শিল্পীদের তৎসহ যে সমস্ত মানুষ এই শিবিরে অংশগ্রহণ করছেন তারা যাতে তাঁত শাড়িকে অর্থাৎ তাদের তৈরি দ্রব্যকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারে সে কারণেই এই বিশেষ পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির বলে জানান এমএসএমই দফতরের আধিকারিক।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্তিপুরের তাঁতের শাড়ি চেনাতে হবে গোটা বিশ্বকে! তাঁতিদের ঘরে ছেলেমেয়েরা তাই যা করছে...দেখুন!
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement