#আসানসোল: ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়ে রাতের অন্ধকারেই পালিয়ে গেলেন মা । তাকে খোঁজার কাজে নেমেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।
পাড়া প্রতিবেশীরা শিশুটিকে দেখতে পেয়ে আঁকড়ে ধরে থাকা পিঁপুড়ি, রক্ত ধুয়ে মুছে পরিস্কার করে দেন। পরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এসে শিশুটিকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। শিশুটি জেলা হাসপাতালের এসএনসিইউতে ভর্তি রয়েছে। সুপার জানিয়েছেন, শিশুটি সুস্থ রয়েছে।
আরও পড়ুন: ঘরেই কম্বলচাপা স্ত্রীর দেহ, ২ সন্তান সহ নিখোঁজ স্বামী
এদিন উষাগ্রাম টেগোর রোড এলাকায় এক বসত বাড়ির বাগানে পড়ে ছিল শিশুটি। পুলিশের অনুমান পাঁচিল টপকে শিশুটিকে রেখে যায় নবজাতকের মা। ফুল তুলতে গিয়ে বাড়ির এক মহিলা শিশুটির কান্নার শব্দ শুনতে পান। শব্দ শুনে পাড়ায় খবর দেন । এরপর প্রতিবেশীরাই শিশুটিকে উদ্ধার করেন ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assansol, Newborn, Newborn Baby