Money Making Tips: বাইরে ছুটতে হবে না! ঘরে বসে টাকা আয় করছেন মহিলারা, বাঁশ দিয়ে 'এইসব' জিনিস বানিয়েই হচ্ছে লক্ষ্মীলাভ

Last Updated:

Money Making Tips: সংসারের কাজ শেষ করে বাড়ির উঠোন বা মেঠোপথের পাশে বাঁশের সামগ্রী বানাতে বসে পড়েন নারীরা। ছোট ছেলেমেয়েরাও পড়াশোনার ফাঁকে এই কাজে তাঁদের সাহায্য করেন। কত টাকা রোজগার হয় জানেন?

বাঁশের তৈরি জিনিস
বাঁশের তৈরি জিনিস
বীরভূম, সৌভিক রায়ঃ কেউ তৈরি করছেন বাঁশের চাটাই, কেউ ডালা, কারও হাতে আবার তৈরি হচ্ছে কুলো। নানা আকারে ও নকশায় একেকটি পণ্য গড়ে উঠছে। বাঁশ দিয়ে বাহারি সামগ্রী তৈরিতে যেন কোনও ক্লান্তি নেই মুরারই ২ নম্বর ব্লকের জাজিগ্রামের মানুষের। বাঁশের সঙ্গে এই গ্রামের মানুষের যেন নাড়ির সম্পর্ক।
ইতিমধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কেটে গেলে বঙ্গে ধীরে ধীরে শীত ফিরবে। বছরের এই সময়ে কুলো, ঝুড়ি তৈরির প্রধান উপকরণ বাঁশের জোগান বাড়ে। তাই পাইকর থানার জাজিগ্রামের বাসিন্দাদের বাঁশের নানা জিনিস তৈরির ব্যস্ততা শুরু হয়ে যায়।
আরও পড়ুনঃ বীরভূমের প্রত্যন্ত স্কুলগুলির অনবদ্য প্রতিভা! লোকনৃত্যের মাধ্যমে সামাজিক-শিক্ষামূলক বার্তা, পরিবেশনায় মুগ্ধ দর্শক
বীরভূমের এই গ্রাম মূলত কৃষিপ্রধান। পাশাপাশি বাঁশ কেটে নানা জিনিসও তৈরি করেন অনেকে। এলাকার বাসিন্দারা জানান, এই সময়ে বাঁশ ও বেতের তৈরি জিনিসের চাহিদা মুর্শিদাবাদে বেশি থাকে। পাশের জেলায় বিশেষ করে বিড়ি বাঁধার কুলোর চাহিদা আছে। তাই জাজিগ্রামের ঘরে ঘরে ব্যস্ততা বেড়েছে।
advertisement
advertisement
সকাল থেকে বাঁশ কাটা, চাঁচা, বাঁধা, শুকানো শুরু হয়। সংসারের কাজ শেষ করে বাড়ির উঠোন বা মেঠোপথের পাশে বাঁশের সামগ্রী বানাতে বসে পড়েন নারীরা। ছোট ছেলেমেয়েরাও পড়াশোনার ফাঁকে এই কাজে তাঁদের সাহায্য করেন। এলাকার বাসিন্দা রুমেলা বিবি জানান, “প্রায় ৩০ বছর থেকে এই কাজ করছি। একটি কুলো, ঝুড়ি বিক্রি করে ৭০-৮০ টাকা মেলে। সংসারে কিছুটা হলেও সুরাহা হয়।” আবার অনেকের মতে, বাজারে এখন প্লাস্টিকের পণ্যের চাহিদাই বেশি। ফলে দিন দিন বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা কমছে। সেই সঙ্গেই বাঁশের দামের সঙ্গে পণ্যের দাম না বাড়ায় লাভের মুখ দেখছেন না কারুশিল্পীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাড়ির উঠোনে কাজ করতে করতে সুপ্রিয় মাল বলেন, “এটা আমাদের বাপ-দাদার পেশা। তাই আঁকড়ে ধরে আছি। তবে ছেলেরা এখন আর এই পেশায় কাজ করতে চায় না। পরিশ্রম বেশি, কিন্তু লাভ একটু কম, কোনওভাবে সংসার চলে যায়।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Money Making Tips: বাইরে ছুটতে হবে না! ঘরে বসে টাকা আয় করছেন মহিলারা, বাঁশ দিয়ে 'এইসব' জিনিস বানিয়েই হচ্ছে লক্ষ্মীলাভ
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement