Folk Dance: বীরভূমের প্রত্যন্ত স্কুলগুলির অনবদ্য প্রতিভা! লোকনৃত্যের মাধ্যমে সামাজিক-শিক্ষামূলক বার্তা, পরিবেশনায় মুগ্ধ দর্শক
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Folk Dance: এই প্রতিযোগিতা প্রমাণ করল বীরভূমের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতেও প্রতিভার কোনও অভাব নেই। বরং সেই প্রতিভা যখন সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে সমাজের বার্তা দেয়, তখন তা হয়ে ওঠে শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ।
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াইঃ বীরভূম জেলার খয়রাশোল ব্লক এবার যেন লোকনৃত্যের উৎসবে মেতে উঠেছিল। বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত স্কুলস্তরের জনশিক্ষা বিষয়ক জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলার প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা তাঁদের অসাধারণ নৃত্যশৈলী ও ভাবনাশক্তি দিয়ে জয় করল দর্শক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের মন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে লোকপুর উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অর্জন করেছে পাঁচড়া উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে হজরতপুর উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার আয়োজন করেছিল ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং এবং খয়রাশোল ব্লকের দুই চক্র।
আরও পড়ুনঃ ডেটিং অ্যাপে দিন কাটছে? অচেনা প্রেমিকের টাকার আবদার মেটাতে গেলেই আপনি ‘কাঙাল’! ভয়ঙ্কর খেলা চলছে
লোকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ ধীবর বলেন, এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য, শুধুমাত্র নাচ নয়, লোকনৃত্যের মাধ্যমে জনশিক্ষার নানা গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া। ছেলে-মেয়েদের সমান অধিকার, পরিবেশ সংরক্ষণ, মানসিক স্বাস্থ্য, বয়ঃসন্ধিকালীন সম্পর্ক, অতিরিক্ত মোবাইল ও ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের ক্ষতি, ছাত্রছাত্রীদের পরিবেশনায় এমন নানা সামাজিক ও শিক্ষামূলক বিষয় উঠে এসেছে। খয়রাশোল ব্লকের এক চক্রের বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো জানান, “ব্লকের দু’টি চক্রের মোট ১০টি স্কুলের নৃত্যদল আজ লোকপুরে অংশ নেয়। প্রত্যেক দলের পরিবেশনায় ছিল জনশিক্ষার মূল্যবোধ ও সামাজিক সচেতনতার বার্তা।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিনের অনুষ্ঠানে স্কুল প্রাঙ্গন ছিল উৎসবমুখর। সব মিলিয়ে, এই প্রতিযোগিতা প্রমাণ করল বীরভূমের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতেও প্রতিভার কোনও অভাব নেই। বরং সেই প্রতিভা যখন সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়ে সমাজের বার্তা দেয়, তখন তা হয়ে ওঠে শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Birbhum,West Bengal
First Published :
October 31, 2025 2:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Folk Dance: বীরভূমের প্রত্যন্ত স্কুলগুলির অনবদ্য প্রতিভা! লোকনৃত্যের মাধ্যমে সামাজিক-শিক্ষামূলক বার্তা, পরিবেশনায় মুগ্ধ দর্শক

 
              