Murshidabad News: পছন্দের লোককে কাজ দিতে হবে, সরকারি এক আধিকারিককে রিভলবার দিয়ে প্রাণে মারার হুমকি

Last Updated:

Murshidabad News: অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ও তাকে ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র (Fire Arms) দেখান হয় বলে অভিযোগ মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেনের বিরুদ্ধে ।

#মুর্শিদাবাদ: পছন্দের লোককে কাজ দিতে হবে, সরকারি এক আধিকারিককে রিভলবার দিয়ে প্রানে মারার হুমকি। গত ১৪ই জানুয়ারী মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পরিষদের ডবলু বি এস আর ডি এ-র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম সান্ন্যালের ঘরে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ও তাকে ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র (Fire Arms) দেখান হয় বলে অভিযোগ মুর্শিদাবাদ (Murshidabad) জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেনের বিরুদ্ধে । সঙ্গে আরও ৩জন দুষ্কৃতী ছিল ও তাদের হাতে আগ্নেয়াস্ত্র (Fire Arms) ছিল বলেও অভিযোগ।
ওই ইঞ্জিনিয়ার লিখিতভাবে জেলাশাসক ও তার দফতরকে জানিয়েছেন। যদিও এই ব্যাপারে ইঞ্জিনিয়ার গৌতম সান্ন্যাল মুখ খুলতে চাননি। তিনি জানিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি সমস্ত ঘটনা জানিয়েছেন। প্রসঙ্গত, ৭০ আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদের ৬৯টি আসনই তৃণমূলের দখলে রয়েছে। তবে বিধানসভা ভোটের আগে সভাধিপতি ও সহকারী সভাধিপতি সহ বেশ কয়েকজন অন্যদলে চলে যাওয়ায় বর্তমানে সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদ খালি রয়েছে।
advertisement
advertisement
তাই পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন জেলা পরিষদের মাথা হয়ে কাজ দেখভাল করছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় জেলার রাজনৈতিক মহল।
advertisement
যদিও রাজীব হোসেন বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। জেলা পরিষদের কাজ দেওয়া হয় ই-টেন্ডারের মাধ্যমেই। এস আর ডি এ-র কোনো কাজ যাতে জেলা পরিষদের প্রতিনিধি হিসেবে তদারকি না করি সেই কারনেই ওই ইঞ্জিনিয়ার মিথ্যা এই অভিযোগ করেছে। আমি চাই এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, রাজ্য সরকারের অফিসারদের হুমকি দিচ্ছে শাসকদলের নেতারাই।
advertisement
সরকারি আধিকারিককে এইভাবে আগ্নেয়াস্ত্র (Fire Arms) দেখিয়ে হুমকি দেওয়া হলে তারা নির্ভয়ে কাজ করবে কি করে। সরকারি আধিকারিকরা যদি সরকারের কাছে নিরাপত্তা না পায় তাহলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিষয়টি খতিয়ে দেখার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি। বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার বলেন, মুর্শিদাবাদে শিল্পের নমুনা এইসব ঘটনা। এটাই তৃণমূলের কালচার। এই ঘটনা নতুন কিছু না।
advertisement
Pranab Kumar Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পছন্দের লোককে কাজ দিতে হবে, সরকারি এক আধিকারিককে রিভলবার দিয়ে প্রাণে মারার হুমকি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement