WHO জারি করল Alert, কোনও দিনই শেষ হবে না করোনা ভাইরাস, থেকে যাবে এডস, ম্যালেরিয়ার মতো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মঙ্গলবার বিশেষ সতর্কতা জারি করেছে৷ তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোভিড ১৯ অতিমারি (Covid-19 Pandemic) শেষ হয়ে যাবে না৷
#দাভোস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মঙ্গলবার বিশেষ সতর্কতা জারি করেছে৷ তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোভিড ১৯ অতিমারি (Covid-19 Pandemic) শেষ হয়ে যাবে না৷ তবে এটা একটা স্থানিক অসুস্থ হওয়ায় এর ভয়াবহতা আস্তে আস্তে কমে যাবে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা -র এমার্জেন্সি ডায়রেক্টরেট মাইকেল রিয়ান ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম (World Economic Forum) একটি ভার্চুয়াল সেশনে জানিয়েছেন অতিমারি বনাম মহামারি নিয়ে আলোচনা করছিলেন৷ এডস (AIDS), ম্যালেরিয়ার (Malaria) মতো অসুস্থতাও হাজার হাজার মানুষের প্রাণ নেয়৷ আসলে মহামারি-র মানে কোনও অসুখ যা স্থায়ী ভাবে জনগণের মধ্যে থেকে যাবে৷ করোনা মহামারির (Coronavirus) যে ভাবে থাকছে তাতে এই ভাইরাস কোনওভাবেই পুরোপুরি শেষ হয়ে যাবে না৷
দাভোসে ভ্যাকসিন ইক্কিটি কার্যক্রমে কথা বলার সময় তিনি স্থানিক অসুস্থতার মানে এই নয় যে এটা ভাল, এর মানে এটা এখন চিরজীবনের জন্য আমাদের সঙ্গে থাকবে৷ মাইকেল রিয়ান বলেছেন করোনা ভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রন (Omicron) ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ছে৷ অন্য ভ্যারিয়েন্ট তুলনায় কম ঘাতক৷
আরও পড়ুন - IPL Mega Auction 2022: মেগা নিলামের আগেই কেএল রাহুল, রবি বিষ্ণোই, স্টোয়েনিসদের তুলে নিল লখনউ
advertisement
advertisement
সারা পৃথিবীতেই এই নিয়ে জোর তর্ক চলছে যে করোনা মহামারি (Covid-19) এবার স্থানিক অসুখ হয়ে যেতে চলেছে৷ কিন্তু এই ভাইরাসের অসুস্থতার ভয় কম হবে৷ মাইকেল রিয়ান বলেছেন এই রোগে আক্রান্তের সংখ্যা কমাতে অধিক থেকে অধিকতর ভ্যাকসিন লাগবে৷ যাতে আক্রান্তের মৃত্যু না হয়৷ তিনি বলেছেন, এই এমারজেন্সি মহামারি শেষ হওয়া অবধি থাকবে৷
advertisement
আরও পড়ুন - Narayan Debnath Death: Shibpur শ্মশানে শেষকৃত্য, নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমারজেন্সি ডাইরেক্টর , মাইকেল রিয়ান বলেছেন ২০২২ -এ করোনা ভাইরাস সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি এবং তার সঙ্গে যুক্ত মৃত্যুর ঘটনা অনেকটা কম৷ কারণ করোনা ভ্যাকসিন (Corona Vaccine) মহামারির সঙ্গে যুঝতে সাহায্য করবে৷ কিন্তু তিনি এও সতর্ক করে দিয়েছেন ভাইরাস এই বছরে শেষ হবে না৷ মহামারি -র সঙ্গে যুক্ত ভাইরাস আমাদের ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত৷ সেখানেই মাইকেল রিয়ান বলেছেন মহামারির সঙ্গে যুক্ত গম্ভীর মামলাতে ভ্যাকসিনের ৩ থেকে ৪ ডোজ দেওয়ার সম্ভবনা দেখা যেতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 19, 2022 7:52 AM IST