আইপিএল ২০২২ (IPL 2022) নিয়ে বিসিসিআই (BCCI) জোর প্রস্তুতি চালাচ্ছে৷ টি টোয়েন্টি লিগে এই রোমাঞ্চকর হবে , কারণ এবার আইপিএলে দলের সংখ্যা ৮ থেকে বেড়ে ১০ হয়ে গেছে৷ টি টোয়েন্টি এই লিগে এবার ৬০ টি-র বদলে ৭৪ টা ম্যাচ খেলা হবে৷ এবার এক ধাক্কায় অনেকগুলি বেশি ম্যাচ খেলা হবে৷ আইপিএলের মেগা অকশন (IPL Mega Auction) (Hardik Pandya Instagram)
রিপোর্ট ছিলই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), আহমেদাবাদ দল নিজের অধিনায়ক করতে চাইছে৷ আহমেদাবাদ দল এবারই প্রথমবার আইপিএলে খেলবে৷ গত কয়েকদিনে রিটেনশন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)নাম৷ খারাপ পারফরম্যান্সের জেরে এবার তাঁকে দলে রাখতে আগ্রহ দেখায়নি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ৷ তবে মেগা নিলামের আগেই তাঁকে তুলে নিতে চলেছে আহমেদাবাদ৷ আহমেদাবাদে যাচ্ছেন রশিদ খান, কেকেআরের ফেভারিট ক্রিকেটার শুভমান গিল৷ (Hardik Pandya Instagram)
কে এল রাহুল (KL Rahul) পঞ্জাব কিংসের সঙ্গে সম্পর্ক ছাড় হয়ে গেছে৷ টি টোয়েন্টি লিগে নতুন দল লখনউতে তাঁর অধিনায়ক হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷ ভারতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টির নতুন সহ অধিনায়ক এবার আইপিএল দলের অধিনায়ক হতে পারেন৷ তবে পঞ্জাবের অধিনায়ক হিসেবে সেভাবে সফল নন এই অধিনায়ক৷ আইপিএলের মঞ্চে এবার নতুন জার্সিতে কেএল রাহুল৷ এছাড়া মার্ক স্টোয়েনিস এবং রবি বিষ্ণোই যোগ দিচ্ছেন লখনউতে৷ (AFP)
মহেন্দ্র সিং ধোনি (Ms Dhoni) সিএসকে এবং রোহিত শর্মা র(Rohit Sharma) কাছে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থাকছে৷ নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও কেএল রাহুলের কাছে এদের কড়া টক্করের মুখোমুখি হতে হবে নতুন দুটি ফ্রাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার পর৷ মুম্বই ইন্ডিয়ান্স ৫ বার ও সিএসকে ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে৷ (AFP)
বিরাট কোহলি (Virat Kohli) আরসিবি- অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন৷ এই অবস্থায় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল অধিনায়ক হতে পারেন৷ এছাড়া পঞ্জাব কিংস ময়ঙ্ক আগরওয়ালকে, কেকেআরের অধিনায়ক হিসেবে আন্দ্রে রাসেলকে দায়িত্ব দেওয়া হতে পারে৷ গত কয়েক দিন আগে ৮ টি দল ২৭ জনকে রিটেন করেছে৷ আগামী মাসে মেগা অকশনের প্রস্তুতি চলছে৷ (AFP)