Medical Service: 'ভুতের বাসা' দূর হয়ে মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Medical Service: হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়েনর জন্য স্থানীয় বিধায়কের কাছেও দরবার করেছিল গ্রামবাসীরা। তিনি নিজেও এই হাসপাতাল পরিদর্শন করেন। তারপরই পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়
দক্ষিণ ২৪ পরগনা: এবার ঘাটবকুলতলা হাসপাতালে পাওয়া যাবে উন্নত চিকিৎসা পরিষেবা। তার জন্য শুরু হয়েছে কাজ। একসময় এই হাসপাতালটি ভুতের বাসায় পরিণত হয়েছিল। এই হাসপাতালে ছিল ভাঙা ঘর, দেওয়ালে জন্মেছিল গাছ। স্থানীয়দের অভিযোগ ছিল, হাসপাতালটি নামেই চলে। একজন ডাক্তার সপ্তাহে কয়েকদিন আসেন। বাকি সময়টা ফার্মাসিস্ট দিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়।
অবশেষে সেই বেহাল অবস্থার পরিবর্তন হতে চলেছে। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়েনর জন্য স্থানীয় বিধায়কের কাছেও দরবার করেছিল গ্রামবাসীরা। তিনি নিজেও এই হাসপাতাল পরিদর্শন করেছেন। তবে কতটা পরিবর্তন হবে সে নিয়ে সন্দিহান স্থানীয়রা। দিনের পর দিন একই পরিস্থিতি চলায় ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রাও। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছিলেন।
advertisement
advertisement
ঘাটবকুলতলা হাসপাতালের উপর নির্ভর করেন এলাকার ১০ থেকে ১৫ টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। তাঁরা সকলেই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন চান। অবশেষে হাসপাতাল চত্বরে আলো, পানীয় জল সহ চিকিৎসা পরিষেবা আরও ভাল করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক অলক জলদাতা। এই হাসপাতালের পরিকাঠামো ভাল হলে ৩ টি ব্লকের লোক উপকৃত হবেন। পাথরপ্রতিমা, মথুরাপুর-১ ও ২ এর বাসিন্দারা এর ফলে উপকার পাবেন।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 9:22 PM IST