Water Logged Problem: টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড, ঘরের মধ্যে জল থৈ থৈ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Water Logged Problem: বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টি হয় আরামবাগে। আর সেই বৃষ্টির জল জমেই জলমগ্ন পরিস্থিতি পুর এলাকার ২, ৩, ৬ ও ১৯ ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায়
হুগলি: রাতভর বৃষ্টিতে জলমগ্ন আরামবাগ পুরসভার বেশকিছু ওয়ার্ড। বৃষ্টির ফলে নোংরা জল রাস্তা উপচিয়ে ঢুকে পড়েছে বাড়ির ভিতরে। জল যন্ত্রণা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকার অভিযোগ তুলেছে এলাকাবাসীরা। পুরসভার তরফে জল নিকাশির জন্য পাম্প বসিয়ে জল বের করার কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতভর টানা বৃষ্টি হয় আরামবাগে। আর সেই বৃষ্টির জল জমেই জলমগ্ন পরিস্থিতি পুর এলাকার ২, ৩, ৬ ও ১৯ ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায়। জল ঢুকেছে সরকারি ব্যাঙ্কের ভেতরেও। অন্যদিকে রাস্তায় এক হাঁটু সমান জল জমার পাশাপাশি বেশ কিছু বাড়িতেও জল ঢুকেছে। তার জেরে রান্না ছেড়ে দিয়ে ঘরের আসবাবপত্র সামলাতে ব্যস্ত বাসিন্দারা। অভিযোগ, প্রায়শই ভারী বৃষ্টি হলেই জল জমে এই সমস্ত এলাকায়। পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে কোনও উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
advertisement
advertisement
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা রানি রায় বলেন, বছর তিনেক ধরে বৃষ্টি হলেই জল ঢুকছে বাড়ির ভেতরে। দিন কয়েক আগে বৃষ্টিতেও জলমগ্ন হয়ে পড়েছিল গোটা এলাকা। জল ঢুকেছে বাড়ির ভেতরে। এক হাঁটু সমান জলে ডুবে গেছে খাট-বিছানা। সকাল থেকে পাম্প লাগিয়ে জল বের করার চেষ্টা চলছে পুরসভার তরফ থেকে। পাশাপাশি এলাকার মানুষরা নিজেদের উদ্যোগে আরও একটি পাম্প ভাড়া করে এনে জল বের করার চেষ্টা করছে বলে জানান তিনি।
advertisement
এই বিষয়ে আরামবাগের উপ-পুরপ্রধান মমতা মুখোপাধ্যায় জানান, আন্ডার গ্রাউন্ড ড্রেনের কাজের জন্য একটু সমস্যা হয়েছে। তবে পাম্প দিয়ে সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে জমা জল বের করার চেষ্টা করছে পুরসভা। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখছেন কাউন্সিলররা।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Logged Problem: টানা বৃষ্টিতে জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড, ঘরের মধ্যে জল থৈ থৈ