জেলায় ম্যারাথন! স্বাধীনতা দিবসের পরের দিন বাংলার ক্রীড়া জগতে ঝড়
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
প্রথম পুরস্কার ছিল ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা। প্রথম হয়েছেন রমেশ বাউরি, দ্বিতীয় হয়েছেন রুদ্র কর্মকার ও তৃতীয় হয়েছেন উজ্বল কুমার মাণ্ডি
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্য সরকারের অন্যতম এটি বিশেষ উপলক্ষ্য ‘খেলা হবে’ দিবস। গত বেশ কয়েক বছর ধরেই ১৬ অগস্ট ‘খেলা হবে’ দিবস পালন করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই দিনটি ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
পুরুলিয়ার আড়ষায় এইদিন তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর পক্ষ থেকে খেলা দিবস উপলক্ষে বিরাট ম্যারাথনের আয়োজন করা হয়। আহারা মোড় থেকে শুরু হয় এই ম্যারাথন, শেষ হয় আড়ষা স্টেডিয়ামে এসে। এই ম্যারাথন প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মুর্শিদাবাদে ফের আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক
ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিল ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা। প্রথম হয়েছেন রমেশ বাউরি, দ্বিতীয় হয়েছেন রুদ্র কর্মকার ও তৃতীয় হয়েছেন উজ্বল কুমার মাণ্ডি।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া জেলা আইএনটিটিইউসি’র সভাপতি উজ্জল কুমার বলেন, এই ম্যারাথন থেকে খুব ভাল সাড়া পাওয়া গিয়েছে। প্রতিযোগীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। আগামী দিনে আরও বড় আকারে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানান।
এই বিষয় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, এই ধরনের ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন হলে যুবকেরা অনেকটাই উৎসাহিত হয়। কারণ বর্তমান প্রজন্ম অনেক বেশি মোবাইলের প্রতি আসক্ত। এই ধরনের খেলাধুলোর প্রতিযোগিতা হলে তারা আবার মাঠমুখী হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই খেলায় প্রথম স্থানাধিকারীক রমেশ বাউরি বলেন , বিভিন্ন সময়তে তিনি এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন। অংশগ্রহণ করে তার ভীষণই ভাল লাগছে। বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মাঠমুখী করতে এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ম্যারাথনকে ঘিরে প্রতিযোগিদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 16, 2025 5:13 PM IST