রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা! নার্সারিতেই কেটে ফেলা হল...! দেগঙ্গায় শোরগোল

Last Updated:

চাকলা এলাকার মানুষের প্রধান জীবিকা নার্সারির মাধ্যমে চারাগাছ বিক্রি

নার্সারিতে চারাগাছ কেটে নষ্ট করে দেওয়া হল। প্রতীকী ছবি
নার্সারিতে চারাগাছ কেটে নষ্ট করে দেওয়া হল। প্রতীকী ছবি
দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলমঃ রাতের অন্ধকারে নার্সারিতে গাছ নিধন। উত্তর ২৪ পরগণার দেগঙ্গার চাকলা এলাকায় পরপর দু’টি নার্সারিতে কয়েক হাজার উন্নত প্রযুক্তির গাছের চারা কেটে নষ্ট করে দেওয়া হয়। প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন ২ নার্সারির মালিক।
চাকলা এলাকার মানুষের প্রধান জীবিকা নার্সারির মাধ্যমে চারাগাছ বিক্রি। বিঘার পর বিঘা জমিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উন্নত প্রযুক্তির আম, কাঁঠাল, জাম, লেবু, মোসাম্বি, ডালিম চারা গাছ তৈরি করা হয়। বিক্রির উদ্দেশে তৈরি করা হয় এই গাছগুলি।
আরও পড়ুনঃ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে আটক! বজবজের মহিলার সঙ্গে মুম্বইয়ে যা হল…! আতঙ্কে পরিবার
এবার রাতের অন্ধকারে এই চাকলা এলাকার দু’টি নার্সারিতেই কয়েক হাজার উন্নতি প্রযুক্তির চারাগাছ কেটে নষ্ট করে দেওয়া হল। রাতের অন্ধকারে কেউ বা কারা পরপর দু’টি নার্সারির দেশি-বিদেশি দামি চারাগাছ কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা।
advertisement
advertisement
এই ঘটনায় অন্যান্য নার্সারি মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত দুই নার্সারির মালিক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে ভয়ঙ্কর ঘটনা! নার্সারিতেই কেটে ফেলা হল...! দেগঙ্গায় শোরগোল
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement