East Bardhaman News: বর্ধমানের পূর্বস্থলীতে ঘাঁটি গেড়েছেন মালদার আম ব্যবসায়ীরা, কারণ জানলে চমকে যাবেন!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
এ যেন একেবারে উল্টো পুরাণ! মালদা ছেড়ে পূর্ব বর্ধমানে ঘাঁটি গেড়েছেন মালদার একাধিক আম ব্যবসায়ী।
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: রাজ্যের মধ্যে মালদা জেলার আম যে বিখ্যাত সেটা আমরা সকলেই জানি। কিন্তু এবার দেখা গেল এক ভিন্ন ছবি। এ যেন একেবারে উল্টো পুরাণ! মালদা ছেড়ে পূর্ব বর্ধমানে ঘাঁটি গেড়েছেন মালদার একাধিক আম ব্যবসায়ী। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে এসেছেন আম কেনার জন্য। পূর্বস্থলীর আম চাষিদের থেকে আম কিনে সেই আম পাঠাচ্ছেন দেশের বিভিন্ন রাজ্য সহ বিদেশেও! রাজ্যের মধ্যে মালদা জেলা আমের জন্যই বিখ্যাত। মালদার আমের স্বাদ পায়নি, এমন বাঙালি খুবই কম। তবে সেই মালদা জেলার ব্যবসায়ীরাই এবার চলে এসেছেন পূর্ব বর্ধমান জেলায়।
তবে প্রশ্ন হচ্ছে, যে জেলা আমের জন্য বিখ্যাত সেই জেলার ব্যবসায়ীরা পূর্ব বর্ধমানে কেনও আম কিনতে এসেছেন। এই প্রসঙ্গে মালদা জেলার আম ব্যবসায়ী রামকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, “আমরা এখানে কয়েক বছর ধরেই আসছি। এখানে চাষিদের থেকে আম কিনে বাইরে পাঠায়। মালদা ছেড়ে এসেছি তার কারণ এখানে আম আগে প্রস্তুত হয়ে যায় অর্থাৎ পেকে যায়। মালদার আম প্রস্তুত হতে একটু দেরি হয়। বাজারে পূর্বস্থলীর আম আগে ছড়িয়ে দিই। এক দেড়মাস এখানে থেকে আবার মালদা চলে গিয়ে ওখানকার আম পাঠাবো।” পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আমেরও সুনাম রয়েছে রাজ্যজুড়ে।
advertisement
advertisement
এখানেও হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই, ফজলি, গোলাপখাস, মিঠুয়া, আম্রপলি সহ প্রায় ৩০ ধরনের ভিন্ন প্রজাতির আমের চাষ হয়। মালদার মতই পূর্বস্থলীর চাষিরাও দীর্ঘদিন ধরেই আম চাষ করছেন। পূর্বস্থলী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর আম বাগান। জানলে ভালো লাগবে কলকাতার আম উৎসবেও পূর্বস্থলীর হিমসাগর সেরা সুস্বাদু আম হিসেবে পুরস্কৃত হয়েছে। এমনকী, বীরভূম জেলার আম উৎসবেও সেরা হয়েছে পূর্বস্থলীর সুস্বাদু আম। আগে রাজ্যে আমের সেরার তালিকায় নাম ছিল মালদা ও মুর্শিদাবাদ জেলার। তবে এখন পূর্বস্থলীর আমেরও কদর বেড়েছে। মালদার আমকেও সমান তালে টেক্কা দিচ্ছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আম।
advertisement
মালদা জেলার বাসিন্দা রতন মাহারা বলেন, “আমরা মালদা থেকে আম প্যাকিং করতে এসেছি। আমরা শ্রমিক এটাই আমাদের কাজ। এখন পূর্বস্থলী থেকে গাড়ি গাড়ি আম বিহার, নেপাল, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিছুদিন পরে আমরা আবার মালদা চলে যাব সেখানেও আম প্যাকিং করব”এখন প্রতিদিন গাড়ি গাড়ি আম পূর্বস্থলী থেকে পাড়ি দিচ্ছে রাজ্য সহ ভিন রাজ্যেও। স্থানীয় চাষিরাও আম বিক্রী করে লক্ষ্মিলাভ করছেন আবার মালদার ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। মালদার আগে বাজারে ছড়িয়ে পড়ছে পূর্বস্থলীর আম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 21, 2025 8:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের পূর্বস্থলীতে ঘাঁটি গেড়েছেন মালদার আম ব্যবসায়ীরা, কারণ জানলে চমকে যাবেন!
