South Dinajpur: আত্রেয়ী নদীর বাঁধে বিপত্তি, এক বছরেই ধসে গেল বাঁধের ৪০ ফুট অংশ,সাসপেন্ড ৬ ইঞ্জিনিয়ার

Last Updated:

* নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফ আই আর

* আত্রেয়ী নদীর বাঁধে বিপত্তি, সাসপেন্ড ছয় ইঞ্জিনিয়ার
* আত্রেয়ী নদীর বাঁধে বিপত্তি, সাসপেন্ড ছয় ইঞ্জিনিয়ার
দক্ষিণ দিনাজপুর: জেলার বালুরঘাটে অবস্থিত আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে গিয়েছে সোমবার। উল্লেখ্য, প্রায় একবছর আগেই আত্রেয়ী নদীর ওপর এই বাঁধ নির্মণের কাজ সম্পন্ন হয়েছিল। আর এর মধ্যেই বাঁধ ভেঙে গিয়েছে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয় রাজ্যের সেচ দফতর। তার প্রেক্ষিতেই এবার ছয় জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। উত্তরবঙ্গের দায়িত্বে থাকা চিফ ইঞ্জিনিয়ারকে শো-কজ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হয়েছে নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফ আই আর করতে।
২০২২ সালে আত্রেয়ী নদীর বাঁধ তৈরির কাজ শুরু হয়েছিল বালুরঘাটের চকভৃগুতে। ২০২৪ সালে বাঁধের কাজ সম্পন্ন হয়েছিল। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই বাঁধের গার্ডওয়াল ভেঙে গিয়েছিল। সেই জায়গায় বালির বস্তা ফেলে মেরামতির কাজ চলছিল। এই আবহে গত ২০ মে ভোররাতে বাঁধের প্রায় ৪০ ফুট অংশ ধসে পড়ে। বাঁধ ভাঙার খবর পেয়েই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পরে তৃণমূলকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লেখেন, ” মাস কয়েক আগেই আকস্মিকভাবে ভেঙেছিল সেতু, এবার আত্রেয়ী নদীর উপর কংক্রিট দ্বারা নির্মিত বাঁধের প্রায় ৪০ ফিট লম্বা অংশ জলের স্রোতে ভেসে গেল! মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুপ্রেরণায় রাজ্যে সর্বত্র ‘উন্নয়নের বন্যা’ নিয়ে আসা পশ্চিমবঙ্গ সরকারের দুর্ভাগ্য বারবার তাঁদের বিফলতা জনসমক্ষে প্রমাণিত হচ্ছে।পশ্চিম পাড়ের বাঁধের গোড়ার মাটি আলগা হয়ে জল বেরিয়ে গিয়ে ড্যামের সেতু ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্থ সেই অংশের কাজ শুরু না হতেই নদীর মাঝ বরাবর কংক্রিটের ড্যাম বা ছোট বাঁধের কংক্রিটের দু’টি ব্লক ভেঙে আবার নতুন করে বিপত্তি দেখা দিল।”
advertisement
বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রেয়ী নদীতে বিগত তিন বছর আগে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড থেকে ১৩ নম্বর ওয়ার্ডের মধ্যে ওই লো-ড্যাম তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, ভোর চারটে নাগাদ প্রবল জলের তোরে ড্যামের পশ্চিম দিকের অংশ ভেসে যায়। বিগত তিন দিন ধরে উত্তরে বৃষ্টি হওয়ায় আত্রেয়ী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ড্যামের পশ্চিম অংশের আস্ত কংক্রিট সেই জলের স্রোতে ভেঙে যাওয়ায় ব্যাপক আতঙ্কে এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, ড্যামের পাশেই বাঁধে অতি নিম্নমানের কাজ হয়েছে। এই নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। প্রতি মুহূর্তে ধসে পড়ছে একাংশ। আতঙ্কে বাঁধের উপরের অংশের বাসিন্দারা৷ ২০২৩ সালেই আত্রেয়ীর জল ধরে রাখতে প্রায় ৩৩ কোটি টাকা খরচে মুখ্যমন্ত্রীর নির্দেশে নদী বরাবর স্বল্প উচ্চতার ড্যাম তৈরি করা হয়েছিল৷ কিন্তু এর মধ্যেই এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur: আত্রেয়ী নদীর বাঁধে বিপত্তি, এক বছরেই ধসে গেল বাঁধের ৪০ ফুট অংশ,সাসপেন্ড ৬ ইঞ্জিনিয়ার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement