Purba Medinipur News: নীচে রূপনারায়ণ, ট্রেন থামিয়ে কোলাঘাটে সেতুর মাথায় যুবক! দাবি শুনে থ পুলিশ

Last Updated:

ঘটনার সূত্রপাত এ দিন বিকেল ৫টা নাগাদ৷ হাওড়া আদ্রা প্যাসেঞ্জার ট্রেন কোলাঘাটে রূপনারায়ণ নদীর উপরের সেতুতে পৌঁছতেই প্রথমে চেন টানেন ওই যুবক৷

কোলাঘাটে সেতুর মাথায় যুবক৷
কোলাঘাটে সেতুর মাথায় যুবক৷
কোলাঘাট: আইফোন চাই৷ এই দাবিতে চেন টেনে ট্রেন থামিয়ে কোলাঘাটে রূপনারায়ণ নদীর উপরের সেতুর মাথায় চড়ে বসল এক যুবক৷ প্রায় দু ঘণ্টার চেষ্টায় ওই যুবককে নীচে নামাতে গিয়েও বাঁধে বিপত্তি৷ দড়ি ছিঁড়ে সোজা নীচে নদীতে গিয়ে পড়ে ওই যুবক৷ স্থানীয়দের তৎপরতায় অবশ্য দ্রুত উদ্ধার করা হয় তাঁকে৷
ঘটনার সূত্রপাত এ দিন বিকেল ৫টা নাগাদ৷ হাওড়া আদ্রা প্যাসেঞ্জার ট্রেন কোলাঘাটে রূপনারায়ণ নদীর উপরের সেতুতে পৌঁছতেই প্রথমে চেন টানেন ওই যুবক৷ সঙ্গে সঙ্গে ট্রেন দাঁড়িয়ে যায়৷ এর পরই ট্রেন থেকে নেমে সোজা ব্রিজের মাথায় চড়ে বসেন ওই যুবক৷
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং রেল পুলিশ৷ যুবকের কাণ্ড দেখে নীচেও সাধারণ মানুষের ভিড় জমে যায়৷ পুলিশকর্মীরা ওই যুবককে নেমে আসতে বললে সে জানায়, আইফোন হাতে পেলে তবেই সেতুর স্তম্ভের উপর থেকে নামবে সে৷
ওই যুবককে টোপ দিতে নীচ থেকে একটি ফোন দেখান পুলিশকর্মীরা৷ কিছুটা নেমে এসে ওই যুবক বুঝতে পারেন ওই ফোনটি আইফোন নয়৷ এর পর আবার সেতুর স্তম্ভের মাথায় উঠে বসেন তিনি৷
advertisement
শেষ পর্যন্ত সন্ধ্যা সাতটা নাগাদ ওই যুবককে নামাতে সেতুর মাথায় ওঠেন কয়েকজন স্থানীয় বাসিন্দা৷ গামছা, দড়ি দিয়ে বেঁধে যুবককে নামানোর চেষ্টা করা হয়৷ তখনই বাঁধে বিপত্তি৷ দড়ি ছিঁড়ে সোজা নীচে নদীর জলে গিয়ে পড়েন ওই যুবক৷ সঙ্গে সঙ্গেই অবশ্য স্থানীয় কয়েকজন বাসিন্দা নদীর জলে ঝাঁপিয়ে পড়ে যুবককে উদ্ধার করেন৷ আহত অবস্থায় তাঁকে কোলাঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ ওই যুবক মানসিক ভারসাম্যহীন কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ তাঁর পরিচয়ও জানার চেষ্টা চলছে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: নীচে রূপনারায়ণ, ট্রেন থামিয়ে কোলাঘাটে সেতুর মাথায় যুবক! দাবি শুনে থ পুলিশ
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement