Car accident viral video: পিছনে ৩০০ ফুট গভীর খাদ, গাড়ি চালানো শিখছিলেন তরুণী! চোখের নিমেষে সব শেষ, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গাড়ি সমেত ওই তরণীর খাদে পড়ে যাওয়ার মুহূর্তের ছবি ধরা পড়েছে ওই তরুণী ২৫ বছর বয়সি বন্ধু সঞ্জয়ের মোবাইল ফোনের ক্যামেরায়৷
মুম্বাই: বন্ধুর গাড়িতে করে পাহাড়ি এলাকায় গিয়ে গাড়ি চালানো শেখার চেষ্টা করছিলেন তরুণী৷ সেই ভিডিও এবার নিজের মোবাইলে রেকর্ড করে রাখছিলেন ওই তরুণীর বন্ধু৷ পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল ২৩ বছর বয়সি শ্বেতা দীপক সুরওয়াসে নামে ওই তরুণীর৷ গাড়ি পিছন দিকে নিতে গিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল তাঁর৷ মহারাষ্ট্রের সুলিভঞ্জনের পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে৷
গাড়ি সমেত ওই তরণীর খাদে পড়ে যাওয়ার মুহূর্তের ছবি ধরা পড়েছে ওই তরুণী ২৫ বছর বয়সি বন্ধু সঞ্জয়ের মোবাইল ফোনের ক্যামেরায়৷ সোমবার দুপুরে শ্বেতা এবং সঞ্জয় ঔরঙ্গাবাদ থেকে সুলিভঞ্জনের ওই পাহাড়ি এলাকায় গিয়েছিলেন৷ গাড়ি চালানো শিখতেই পাহাড়ি ওই অঞ্চলে যান শ্বেতা৷
A young woman, while trying to make a video (Reel), accidentally pressed the accelerator in reverse gear, causing the car to fall into a ditch, resulting in her death.
Location- Chhatrapati Sambhaji Nagar, Maharashtra. pic.twitter.com/B5T8m2FvaS
— Smriti Sharma (@SmritiSharma_) June 18, 2024
advertisement
advertisement
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাড়িকে চালিয়ে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন শ্বেতা৷ প্রথমে ধীরে ধীরেই পিছনের দিকে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু আচমকাই রিভার্স গিয়ারে থাকা অবস্থায় গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে ফেলেন শ্বেতা৷ সঙ্গে সঙ্গে গাড়িটি গতি বাড়িয়ে পিছনে খাদের দিকে এগোতে থাকে৷
advertisement
ওই তরুণীর বন্ধু তখন শ্বেতার গাড়ি চালানোর ভিডিও রেকর্ড করছিলেন৷ বিপদ আন্দাজ করে তিনি সঙ্গে সঙ্গে শ্বেতাকে গাড়ির ক্লাচ চাপার জন্য বলেন৷ কিন্তু ওই তরুণী গাড়িটিকে থামাতে পারেননি৷ চোখের নিমেষে গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়৷
সোমবার দুপুর দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ পরে খাদ থেকে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়৷ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ওই তরুণীর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 7:19 PM IST