Bihar bridge collapse: এই নিয়ে দু' বার! বিহারে হুড়মুড়়িয়ে ভাঙল ১২ কোটির সেতু, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২০২০ সালেও ওই সেতুটি একবার নদীতে ভেঙে পড়েছিল৷ তখন সেতুর উপরে থাকা চার মোটরবাইক আরোহী সহ বেশ কয়েকজন নদীতে পড়ে যান৷
আরারিয়া: সেতু তৈরি করলে তা যেন টিকছেই না বিহারে৷ এবার বিহারের আরারিয়া জেলায় ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু৷ বাকরা নদীর উপরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছিল৷ স্থানীয়দের অভিযোগ, ব্রিজ তৈরির বরাত পাওয়া সংস্থা এবং প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে৷
সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ জানা গিয়েছে, বাকরা নদীর দু পাড়ে থাকা সিখতি এবং কুরসাকত্তা ব্লকের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ওই সেতুটি তৈরি করা হচ্ছিল৷
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০ সালেও ওই সেতুটি একবার নদীতে ভেঙে পড়েছিল৷ তখন সেতুর উপরে থাকা চার মোটরবাইক আরোহী সহ বেশ কয়েকজন নদীতে পড়ে যান৷ এর পর ফের সেতুটি নির্মাণের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা হয়৷ তার পরেও সেতুটির একই পরিণতি হল৷
advertisement
Bihar, Araria: The Padariya bridge, connecting Araria’s Sikhti block and Kursakatta block, got submerged in the river during its construction. The construction of the bridge to connect the river to the bank resumed at a cost of 12 crores pic.twitter.com/dPv4brMTXa
— IANS (@ians_india) June 18, 2024
advertisement
এই ঘটনায় স্বভাবতই বিহার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা৷ যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভি সমাজমাধ্যমে লেখেন, ডবল ইঞ্জিন সরকারের তৈরি ব্রিজ নদীর জলে ভেসে গেল৷ এটা বিহারের আরারিয়া জেলার ছবি৷
Bihar, Araria: The Padariya bridge, connecting Araria’s Sikhti block and Kursakatta block, got submerged in the river during its construction. The construction of the bridge to connect the river to the bank resumed at a cost of 12 crores pic.twitter.com/dPv4brMTXa
— IANS (@ians_india) June 18, 2024
advertisement
বিহারে অবশ্য নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন নয়৷ চলতি বছরের মার্চ মাসেই ভাগলপুর এবং খাগারিয়া জেলার মধ্যে সংযোগস্থাপনের জন্য তৈরি একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল৷ সেই ঘটনায় এক শ্রমিকের মৃত্যুও হয়৷
২০২২ সালেও ভাগলপুর এবং বেগুসরাই জেলায় দুটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2024 6:32 PM IST

