Bihar bridge collapse: এই নিয়ে দু' বার! বিহারে হুড়মুড়়িয়ে ভাঙল ১২ কোটির সেতু, দেখুন ভিডিও

Last Updated:

২০২০ সালেও ওই সেতুটি একবার নদীতে ভেঙে পড়েছিল৷ তখন সেতুর উপরে থাকা চার মোটরবাইক আরোহী সহ বেশ কয়েকজন নদীতে পড়ে যান৷

বিহারে ভেঙে পড়ল সেতু৷
বিহারে ভেঙে পড়ল সেতু৷
আরারিয়া: সেতু তৈরি করলে তা যেন টিকছেই না বিহারে৷ এবার বিহারের আরারিয়া জেলায় ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ সেতু৷ বাকরা নদীর উপরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছিল৷ স্থানীয়দের অভিযোগ, ব্রিজ তৈরির বরাত পাওয়া সংস্থা এবং প্রশাসনের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে৷
সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ জানা গিয়েছে, বাকরা নদীর দু পাড়ে থাকা সিখতি এবং কুরসাকত্তা ব্লকের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ওই সেতুটি তৈরি করা হচ্ছিল৷
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২০ সালেও ওই সেতুটি একবার নদীতে ভেঙে পড়েছিল৷ তখন সেতুর উপরে থাকা চার মোটরবাইক আরোহী সহ বেশ কয়েকজন নদীতে পড়ে যান৷ এর পর ফের সেতুটি নির্মাণের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করা হয়৷ তার পরেও সেতুটির একই পরিণতি হল৷
advertisement
advertisement
এই ঘটনায় স্বভাবতই বিহার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা৷ যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিভি সমাজমাধ্যমে লেখেন, ডবল ইঞ্জিন সরকারের তৈরি ব্রিজ নদীর জলে ভেসে গেল৷ এটা বিহারের আরারিয়া জেলার ছবি৷
advertisement
বিহারে অবশ্য নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন নয়৷ চলতি বছরের মার্চ মাসেই ভাগলপুর এবং খাগারিয়া জেলার মধ্যে সংযোগস্থাপনের জন্য তৈরি একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল৷ সেই ঘটনায় এক শ্রমিকের মৃত্যুও হয়৷
২০২২ সালেও ভাগলপুর এবং বেগুসরাই জেলায় দুটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar bridge collapse: এই নিয়ে দু' বার! বিহারে হুড়মুড়়িয়ে ভাঙল ১২ কোটির সেতু, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement