বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, জয়নগর থেকে ধৃত যুবক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বিবাহিত হয়েও প্রেমের জালে এক কিশোরীকে ফাঁসিয়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগে ধৃত যুবক
জয়নগর : নিজে বিবাহিত হয়েও প্রেমের জালে এক কিশোরীকে ফাঁসিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ! জয়নগরে ধৃত অভিযুক্ত যুবক । বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর মজিলপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার কলেজ পড়ুয়া এক কিশোরীর সঙ্গে বকুলতলা থানার তুলসীঘাটার জগদীশ মণ্ডলের সম্পর্ক গড়ে ওঠে। দু'জনের আলাপ হয় ফেসবুকের মাধ্যমে। গত সপ্তাহে আচমকাই কিশোরী বাড়িতে কিছু না বলে পালিয়ে যায়। অবশেষে গত ৩০ জানুয়ারি জয়নগর থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তারপরেই জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ে নির্দেশে জয়নগর থানার এসআই তুহিন ঘোষ ও এসআই তন্ময় দাসের তৎপরতায় অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে বকুলতলা থানার তুলসিঘাটার জগদীশ মণ্ডল নামে এক যুবকের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
advertisement
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, যুবকটি আগে থেকেই বিবাহিত। তার পরে ও একাধিক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ব্যবহার করে। এই কিশোরীটিকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বকখালি, নামখানা, সাগর ও ডায়মন্ডহারবার-এর একাধিক হোটেলে রাত কাটায়। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভযোগে যুবককে গ্রেফতার করা হয়।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 04, 2023 11:14 AM IST








