বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, জয়নগর থেকে ধৃত যুবক

Last Updated:

বিবাহিত হয়েও প্রেমের জালে এক কিশোরীকে ফাঁসিয়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগে ধৃত যুবক

গ্রেফতার যুবক
গ্রেফতার যুবক
জয়নগর : নিজে বিবাহিত হয়েও প্রেমের জালে এক কিশোরীকে ফাঁসিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ! জয়নগরে ধৃত অভিযুক্ত যুবক । বৃহস্পতিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নগর মজিলপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের পশ্চিমপাড়ার কলেজ পড়ুয়া এক কিশোরীর সঙ্গে বকুলতলা থানার তুলসীঘাটার জগদীশ মণ্ডলের সম্পর্ক গড়ে ওঠে। দু'জনের আলাপ হয় ফেসবুকের মাধ্যমে।  গত সপ্তাহে আচমকাই কিশোরী বাড়িতে কিছু না বলে পালিয়ে যায়। অবশেষে গত ৩০  জানুয়ারি জয়নগর থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। তারপরেই জয়নগর থানার আইসি রাকেশ চট্টোপাধ্যায়ে নির্দেশে জয়নগর থানার এসআই তুহিন ঘোষ ও এসআই তন্ময় দাসের তৎপরতায় অভিযোগ দায়ের করার ২৪ ঘণ্টার মধ্যে বকুলতলা থানার তুলসিঘাটার জগদীশ মণ্ডল নামে এক যুবকের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে জয়নগর থানায় নিয়ে আসে। ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
advertisement
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, যুবকটি আগে থেকেই বিবাহিত। তার পরে ও একাধিক মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ব্যবহার করে। এই কিশোরীটিকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে বকখালি, নামখানা, সাগর ও ডায়মন্ডহারবার-এর একাধিক হোটেলে রাত কাটায়। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভযোগে যুবককে গ্রেফতার করা হয়।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, জয়নগর থেকে ধৃত যুবক
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement