বিজেপির ঘাঁটিতেই বদলের সুর, দিল্লিতে বদলের ডাক মমতার
Last Updated:
#জামুড়িয়া: লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি বিরোধিতার সুর আরও একধাপ চড়ালেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কেন্দ্রে ঢুকেই, আগামী নির্বাচনে দিল্লিতে সরকার বদলের ডাক দিলেন মমতা।
উনিশে কেন্দ্রে সরকার বদলের ডাক আগেই দিয়েছিলেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার ফের। বিজেপির ঘাঁটি, আসানসোলে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবাঙালি ভোটব্যাঙ্কে ভরসা করেই গত লোকসভা ভোটে বাবুল সুপ্রিয়র আসানসোল জয়। সেখানে দাঁড়িয়েই সপ্তমে তুললেন দিল্লিতে সরকার বদলের সুর।
রামনবমীর সময় হিংসায় বিপর্যস্ত হয়েছিল আসানসোলের একাংশ। তা নিয়ে বিজেপিকেই বিঁধেছেন মমতা। বার্তা দিয়েছেন সম্প্রীতি রক্ষার। উনিশে জানুয়ারিতেই তৃণমূলের ব্রিগেড সমাবেশ। সেখানে দেশের বহু দলের নেতাই উপস্থিত থাকার বার্তা দিয়েছেন। উনিশের টক্কর যে কড়া হবে তার আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2018 8:13 PM IST