পুলিশি প্রহসনের 'শিকার' গরিব টোটো চালক! ব্যস্ত রাস্তার মাঝে বেধড়ক মার, বিনা দোষেই জুটল নির্মম শাস্তি

Last Updated:

Toto Driver Beaten up by Police: টোটো চালক ইউনূস এগিয়ে এসে পরিচয় দিতেই তাকে ব্যাপকভাবে মারধর করেন পুলিশ কর্মী। স্থানীয়রাই তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হলে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সামসিতে টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
সামসিতে টোটো চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
সামসি, মালদহ, গোপাল সূত্রধর: গরিব টোটো চালককে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন টোটো চালক। প্রতিবাদে উত্তপ্ত মালদহের সামসি এলাকা। পুলিশের আচরণের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন টোটো চালকেরা। জাতীয় সড়কে ব্যাপক যানজট। উত্তপ্ত পরিস্থিতি। প্রায় দু’ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন উত্তেজিত টোটো চালকেরা। অবশেষে সামসি ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুনঃ আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে নেমে এল চরম দুর্ভোগ! ট্রাক্টরের চাকায় পিষে নিঃশেষ শিশু-সহ গোটা পরিবার, গ্রাম জুড়ে শোক
জানা যাচ্ছে, জখম টোটো চালকের নাম ইউনূস আলি (৩৫)। তাঁর বাড়ি সামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এদিন ভোরে টোটো চালক একযাত্রীকে সামসি স্টেশনে নামিয়ে ফিরছিলেন। রাস্তার ধারে টোটো দাঁড় করিয়ে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ইউনূস। অভিযোগ, সেই সময় সামসি ফাড়ির পুলিশ কর্মীদের একটি গাড়ি ওই এলাকায় এসে দাঁড়ায়। পুলিশের গাড়ি থেকে এক এএসআই নেমে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা টোটোটি কার তা জানতে চান। টোটো চালক ইউনূস এগিয়ে এসে পরিচয় দিতেই তাকে ব্যাপকভাবে মারধর করেন ওই পুলিশ কর্মী। স্থানীয়রাই তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির সামনে খেলছিল কিশোর, আচমকা ঝাঁপিয়ে পড়ল…! চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষরক্ষা হল না
এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামেন এলাকার টোটো চালকেরা। টোটো বন্ধ রেখে সামসি-চাঁচল জাতীয় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ চলে অবরোধ আন্দোলন। পরে বাড়তি পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। পুলিশের তরফে গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আগামিকাল ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটো চালকরা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুলিশি প্রহসনের 'শিকার' গরিব টোটো চালক! ব্যস্ত রাস্তার মাঝে বেধড়ক মার, বিনা দোষেই জুটল নির্মম শাস্তি
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement