বাড়ির সামনে খেলছিল কিশোর, আচমকা ঝাঁপিয়ে পড়ল...! চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষরক্ষা হল না
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Leopard Attack: মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির সামনে খেলছিল কিশোর। সেই সময় আচমকা গ্রামে ঢুকে পড়ে এক চিতাবাঘ। মুহূর্তে তাকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শেষরক্ষা হয়নি।
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরী: জলপাইগুড়ি জেলায় ফের চিতার ত্রাস। প্রাণ গেল এক কিশোরের। বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ী গ্রামে চিতাবাঘের হামলায় মৃত্যু হল আলামিন (১২) নামে এক স্কুলপড়ুয়া কিশোরের। কলাবাড়ি হাই স্কুলের ছাত্র ছিল মৃত পড়ুয়া।
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির সামনে খেলছিল কিশোর। সেই সময় আচমকা গ্রামে ঢুকে পড়ে এক চিতাবাঘ। মুহূর্তে তাকে টেনে নিয়ে যায়। চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলেও শিশুটিকে আর রক্ষা করা যায়নি।
আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার নিথর দেহ! পাশে পড়ে বাইক, কাছে যেতেই পিলে চমকে উঠল এলাকাবাসীর, কীভাবে এমন পরিণতি?
চিতা বাঘের হামলায় কিশোরের মৃতদেহ আটকে বনকর্মী ও পুলিশকে ঘিরে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামের বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি মহকুমার এসডিপিও গেইলসন লেপচা ও জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। বন কর্মীদের ঘিরে চলতে থাকে উত্তেজিত গ্রামবাসীদের বিক্ষোভ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্বামীকে ‘ভাই’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল
পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পুলিশ পাহারায় সেই কিশোরের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বানারহাট থানায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কিশোরের পরিবারে। বারংবার বানাহাট ব্লকে বাড়ি থেকে ছোট বাচ্চাদের চিতাবাঘ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকায় চিতাবাঘ ধরার জন্য খাচা পাতার দাবি তোলেন গ্রামের বাসিন্দারা। পাশাপাশি বনদনফতরের টহলদারির দাবীও জানান তারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 1:15 PM IST