স্বামীকে 'ভাই' সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Fake Voter: শ্বশুর-শাশুড়িকে বাবা মার পরিচয় দিয়ে বাংলাদেশি যুবকের নাম উঠল ভোটার তালিকায়। ইউরোপ ফেরত বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্ত গত সাত বছর ধরে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।
স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: আবারও বাংলাদেশি যুবকের নাম ভোটার তালিকায়। শ্বশুর-শাশুড়িকে বাবা মার পরিচয় দিয়ে বাংলাদেশি যুবকের নাম উঠল ভোটার তালিকায়। ইউরোপ ফেরত বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্তে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার সারাফুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের ১৩৪ নম্বর বুথের ঘটনা। বছর ত্রিশের লাল্টু ধাবক বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। এর আগে ইউরোপে থাকতেন তিনি। গত সাত বছর ধরে তিনি অবৈধভাবে এদেশে থাকছেন। যুবকের বাবা-মা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তার শ্বশুর ইয়াদুত ধাবক ও শাশুড়ি রহিমা বিবি। তাদেরকে বাবা-মার পরিচয় দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড সবটাই হাসিল করেছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ বিহারের মানসিক ভারসাম্যহীন মহিলা বারবার কেন ছুটে আসছেন বসিরহাটের ‘এই’ দোকানে! কীসের টানে? শুনলে আশ্চর্য হবেন
বাংলাদেশি যুবকের স্ত্রী সালেহা বিবি অকপটে স্বীকার করলেন যে, তাদের কোন ভাই নেই। তার শ্বশুরের দুই ছেলে। একজন বাংলাদেশেই থাকেন অপরজন বিয়ে করে ভারতে থাকছে। তাই জামাইকে ছেলের পরিচয় দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিউটাউনে নাবালিকা ধ*র্ষণ এবং খু*নের ঘটনায় অভিযুক্ত রিকশা চালকই দোষী! রায় বারাসাত পকসো আদালতের
পরিবারের কোন সদস্যই এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। জিজ্ঞাসাবাদ করতে গেলে পরিবারের কেউ দরজা দিয়ে ভিতরে ঢুকে যান। আবার কেউ মুখ ঢেকে নেন। প্রশ্ন উঠছে, কীভাবে এই যুবক সীমান্তে ভুয়ো নথিপত্র দেখিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে বসবাস করছেন। তাও দীর্ঘ সাত বছর ধরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 11:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্বামীকে 'ভাই' সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল