Major Bus Accident: স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল বাস, জাতীয় সড়কে র*ক্তের বন্যা! আহত, মৃতের সংখ্যা বাড়ছে

Last Updated:

Major Bus Accident: স্বাধীনতা দিবসের দিন সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু ১০ জনের, আহত হয়েছেন বাসে সওয়ারি ৩৭ জন। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস, দাঁড়িয়ে থাকা ট্রাকটরের পিছনে সজোরে ধাক্কা মারে।

স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা
স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা
দুর্গাপুরঃ স্বাধীনতা দিবসের দিন সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। মর্মান্তিক মৃত্যু ১০ জনের, আহত হয়েছেন বাসে সওয়ার আরও ৩৭ জন। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস, দাঁড়িয়ে থাকা ট্রলারের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাসযাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। তাঁরা গঙ্গাসাগরে স্নান শেষে ফিরছিলেন। বাসে ৫ জন শিশু-সহ ৪৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনায় ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩৭জন যাত্রী। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দুর্গাপুরের দিকে যাওয়ার পথে একটি বেসরকারি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের নলা ফেরিঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা, গিয়েছে, ৪৫ জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ স্বাদের মহারাজ ‘৫’ সবজি ফিতাকৃমির আঁতুরঘর! পাকস্থলীতে বাসা বাঁধে, খাদ্যনালী বেয়ে পৌঁছে কুরে কুরে খায় ব্রেন! বর্ষায় খাওয়ার আগে ভাবুন
অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, ভলভো বাসের সঙ্গে একটি ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা, যারা আহত ছিল তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি, চিকিৎসা চলছে। প্রত্যক্ষদর্শী জিয়াউর রহমান জানান, স্বাধীনতা দিবসের দিন যে একটা দুঃখের দিনে পরিণত হবে আমরা ভাবতে পারিনি। পুন্যার্থী বোঝাই একটি গাড়ি আসানসোলের দিকে যাচ্ছিল ঠিক ফাগুপুর এবং ফেরিঘাটের মধ্যবর্তী এলাকায় একটি লরি দাঁড়িয়েছিল। পুন্যার্থী বোঝাই গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মোমের মতো মেদ গলে ৪৫ দিনে চাবুক ফিগার! চাঁদের মতো ঝলমলে তুলতুলে ত্বক, রোজ সকাল থেকে রাত কী খাবেন? জানাচ্ছেন ডায়েটিশিয়ান
প্রত্যক্ষদর্শী শেখ আজিজুল হক বলেন, একটি ১২ চাকা গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়েছিল, তারকেশ্বর থেকে বাসটি আসছিল জল ঢেলে, সম্ভবত ড্রাইভারের ঘুমে চোখ লেগে যায়, তাতেই দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারে বাস নিয়ে। গটনার কয়েকজন মারা যায়, বেশ কয়েকজন আহত হয়েছে। বাসটি বিহারের দিকে যাচ্ছিল। এলাকাবাসীদের দাবি, প্রশাসনের গাফিলতি, রাস্তার ধারে গাড়ি দাঁড়িয়ে থাকে। অবৈধভাবে পার্কিং করে গাড়িগুলি দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাদের দাবি, প্রশাসন যাতে এ বিষয়ে নজর দেয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Major Bus Accident: স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানে ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে গেল বাস, জাতীয় সড়কে র*ক্তের বন্যা! আহত, মৃতের সংখ্যা বাড়ছে
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement