হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা মদন মিত্রের

বুথে ঢুকতে বাধা, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা মদন মিত্রের

  • Last Updated :
  • Share this:

    #কাঁকিনাড়া: মদন মিত্রকে বুথে কাঁকিনাড়া হাইস্কুলের বুথে ঢুকতে বাধা দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ অভিযোগ তৃণমূলের এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া হয় ৷ বুথ থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের ৷ খবর পেয়ে বুথে যান মদন মিত্র ৷ মদনকে বুথেই ঢুকতে দেননি জওয়ানরা ৷ এর জেরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে মদন মিত্রের ৷ কাঁকিনাড়ার ৪২ নং বুথেও উত্তেজনা ছড়ায় ৷ মদন মিত্র বুথে ঢুকতে চাইলে বাধা দেয় জওয়ানরা ৷

    এর আগে মুদিয়ালির ৭২ নং বুথে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়কে ঢুকতে বাধা দেওয়া হয় ৷

    First published:

    Tags: Central force, Elections 2019, Madan Mitra, Polling Booths