পাঁচ টাকায় ভাত ডাল সবজি ডিম, বর্ধমান মেডিক্যাল কলেজে চালু হল মা ক্যান্টিন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Ma Canteen: বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল এই মা ক্যান্টিন
বর্ধমান : ভাত ডাল সবজি এবং ডিম।সব মিলিয়ে দুপুরের খাবার মাত্র পাঁচ টাকায়। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন। তাতেই মিলছে এই পরিষেবা। বুধবার থেকে এই ক্যান্টিন চালু হয়েছে। উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার তাপস ঘোষ প্রমুখ।
বর্ধমান পুরসভার উদ্যোগে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হল এই মা ক্যান্টিন। হাসপাতালের জরুরি বিভাগের সামনের সাত তলা বিল্ডিং-এর নীচে আপাতত এই ক্যান্টিন চালু করা হয়েছে। পরে স্থায়ী জায়গায় এই ক্যান্টিন স্থানান্তরিত করা হবে। আপাতত ২২০ জন রোগীর আত্মীয় পরিজন এই পরিষেবা পাবেন। এই জন্য প্রতিদিন সকালে কুপন দেওয়া হবে। সেই কুপন দেখিয়ে রোগীর আত্মীয় পরিজনরা দুপুরে খাবার খেতে পারবেন। স্থায়ী পরিকাঠামো তৈরি হয়ে গেলে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন : পুতুলনাচ বাঁচিয়ে রাখার জন্য 'মানব পুতুলদের' নিয়ে অভিনব উদ্যোগ বীরভূমের নাট্যশিল্পীদের
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, " দূরদূরান্ত থেকে রোগীরা আসেন। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, এই মেডিক্যাল কলেজ হাসপাতালে ওপর আশপাশে চার-পাঁচটি জেলা, এমনকি পাশের রাজ্য বিহার ঝাড়খণ্ডের অনেক রোগীও নির্ভরশীল। রোগীর আত্মীয়দের অনেক বেশি খরচ করে দুপুরের খাবার সংগ্রহ করতে হয়। এই পরিষেবায় তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন। দরিদ্র বাসিন্দাদের কথা ভেবেই এই ক্যান্টিন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"
advertisement
advertisement

আরও পড়ুন : 'মেলা হবেই', পৌষমেলা নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর আত্মবিশ্বাসের সুর
পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, খাবারের মেনুতে পর্যাপ্ত ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাবারের মান যাতে ভাল থাকে সে ব্যাপারে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সেই সঙ্গে রান্না থেকে পরিবেশন সবেতেই যাতে স্বাস্থ্যবিধি মানা হয় সে ব্যাপারে কর্মীদের সচেতন থাকতে বলা হয়েছে। সকাল থেকে ২২0 জনকে কুপন দেওয়া হবে। যাঁরা কুপন সংগ্রহ করবেন তাঁরা দুপুরের খাবার পাবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাঁচ টাকায় ভাত ডাল সবজি ডিম, বর্ধমান মেডিক্যাল কলেজে চালু হল মা ক্যান্টিন