Birbhum News : পুতুলনাচ বাঁচিয়ে রাখার জন্য 'মানব পুতুলদের' নিয়ে অভিনব উদ্যোগ বীরভূমের নাট্যশিল্পীদের

Last Updated:

Puppet Show: পুতুল নাচকে বাঁচিয়ে রাখার জন্য পুতুল নাচের আঙ্গিকে মানব পুতুল নাট্যআঙ্গিকে সমাজ সচেতনতার কাজে নেমে পড়েছেন বীরভূমের নাট্যশিল্পীরা। 

+
নারী

নারী নক্ষত্র

মাধব দাস, বীরভূম : পুতুল নাচ এখন হারিয়ে গিয়েছে বললেই চলে। তবে পুতুল নাচকে বাঁচিয়ে রাখার জন্য পুতুল নাচের আঙ্গিকে মানব পুতুল নাট্যআঙ্গিকে সমাজ সচেতনতার কাজে নেমে পড়েছেন বীরভূমের নাট্যশিল্পীরা। মূলত মানব পুতুলের আঙ্গিকে তৈরি নাটকে এখন দিশা দেখানো হচ্ছে শিশুদের। যাতে করে শিশুশ্রম এবং বাল্যবিবাহের মত পরিস্থিতির মোকাবিলা করা যায়। বীরভূম সংস্কৃতি বাহিনী নামে বীরভূমের একটি নাট্যদল বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করেছে একটি নাটক 'নারী নক্ষত্র'।
বীরভূম সংস্কৃতি বাহিনীর এই নারী নক্ষত্র নাটক রাজ্য শিশু সুরক্ষা বিভাগ তাদের এই ভাবনা গ্রহণ করে। রাজ্যজুড়ে যখন আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হচ্ছে সেই সময় এই নাটকটি বুধবার ডকুমেন্টারি হিসেবে পরিবেশিত হয় সিউড়ির রবীন্দ্র সদনে। যেখানেই বুধবার আয়োজন করা হয়েছিল শিশু দিবস এবং আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুন : প্রয়াত স্টিভ জোবসের একজোড়া চটি নিলামে বিক্রি হল প্রায় ২ কোটি টাকায়!
এই নাটকের মূল লক্ষ্য হল, শিশুশ্রম, বাল্যবিবাহ, পণপ্রথা ইত্যাদি সম্পর্কে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার জন্য। রবীন্দ্র সদনে উপস্থিত শিশু এবং তাদের অভিভাবকদের সামনে এই নাটক ডকুমেন্টারি হিসাবে পরিবেশন করে তুলে ধরা হয় শিশুশ্রম, বাল্যবিবাহ, পণপ্রথা ইত্যাদি সমাজের জন্য কতটা ক্ষতিকর। এর পাশাপাশি এগুলি যে গুরুতর অপরাধ তাও তুলে ধরা হয় এবং এর থেকে বেরিয়ে আসার উপায় জানান হয় এই নাটকের মধ্যে।
advertisement
advertisement
রবীন্দ্র সদনে উপস্থিত পড়ুয়াদের তরফ থেকে জানান হয়েছে, তারা এমন নাটক দেখে খুব খুশি হয়েছেন এবং এই নাটক থেকে অনেক কিছু শিখলেন। আগামী দিনে যাতে এই ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য তারা নিজেরাও সচেষ্ট থাকবেন।
আরও পড়ুন : নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে
অন্যদিকে বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা যারা নাট্যকর্মী তাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং নাটকের মধ্য দিয়েই সেই সামাজিক দায়বদ্ধতা পালন করতে পারি। আমরা আশাবাদী নাটকই হচ্ছে বলিষ্ঠতার সবচেয়ে বড় মাধ্যম, যে কারণেই ঠিকঠাক যদি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তাহলে সফল হবই।
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : পুতুলনাচ বাঁচিয়ে রাখার জন্য 'মানব পুতুলদের' নিয়ে অভিনব উদ্যোগ বীরভূমের নাট্যশিল্পীদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement