প্রয়াত স্টিভ জোবসের একজোড়া চটি নিলামে বিক্রি হল প্রায় ২ কোটি টাকায়!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Steve Jobs' Sandals: এই একজোড়া চটি সাত ও আটের দশকে পরেছিলেন তিনি
বাদামি রঙের একজোড়া চামড়ার চপ্পল। নিলামে বিক্রি হল প্রায় ২ লক্ষ ১৮ হাজার ৭৫০ ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা। জানিয়েছে জুলিয়েন্স অকশনস সংস্থা। গত ১১ থেকে ১৩ নভেম্বর এই নিলাম পর্ব চলেছিল।
সংস্থার তরফে বিবরণে জানানো হয়েছে " এক জোড়া খয়েরি রঙের বারকেনস্টকস অ্যারিজোনা স্যান্ডাল, যেটি প্রয়াত স্টিভ জোবস পরতেন। এই একজোড়া চটি সাত ও আটের দশকে পরেছিলেন তিনি। এর আগে এতদিন পর্যন্ত জোবসের হাউস ম্যানেজার মার্ক শেফের কাছে চটিজোড়া ছিল।"
নিলাম সংস্থার ওয়েবসাইটের বর্ণনা থেকে জানা যাচ্ছে যে তাঁর সংস্থা অ্যাপল-এর অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে স্টিভ জোবস এই চটিজোড়া পরেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন : সন্দেহ এড়িয়ে রক্তের ধারা মোছার জন্যই কি গভীর রাতে পাম্প চালাত আফতাব, সন্দেহ প্রতিবেশীদের
১৯৭৬ সালে লস অল্টোস গারাজে স্টিভ জোবস যখন তাঁর সঙ্গী স্টিভ ওজনিয়াকের সঙ্গে অ্যাপল-এর পরিকল্পনা করছেন, জীবনের সেই পর্বে মাঝে মাঝেই এই চটি থাকত তাঁর পায়ে। বারকেনস্টকস সংস্থার জিনিসের গুণমানের প্রতি তিনি মুগ্ধ ছিলেন।
advertisement
বিশ্বের বিভিন্ন দেশে একাধিক প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে এই চটিজোড়া। স্টিভ জোবসের স্ত্রীও এই চটি নিয়ে বলেছেন সংবাদমাধ্যমে। জানিয়েছেন, " এই চটিজোড়া ছিল স্টিভ জোবসের পোশাকের অঙ্গ। কার্যত ইউনিফর্মের মতো তিনি এটা পরতেন। এটার বিশেষত্ব এমনই যে এটা থাকলে সকালে উঠে আর ভাবতেই হত না সাজপোশাক নিয়ে।"
জোবসের প্রাক্তন সহধর্মিণীর আরও সংযোজন, অ্যাপল-এর সহ-প্রতিষ্ঠাতা কোনওদিন অন্যের কেতা বা পোশাকবিধি অনুকরণ করতেন না। তিনি নির্ভর করতেন তাঁর নিজস্বতা ও স্টাইল কতটা আরামদায়ক, তার উপর। নিজেকে শিল্পপতির তুলনায় স্রষ্টা হিসেবে ভাবতেই ভালবাসতেন।
Location :
First Published :
November 16, 2022 11:22 AM IST