নজিরবিহীন! নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে

Last Updated:

Nose Transplantation: চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নতুন অঙ্গ পেলেন তিনি৷ এবং সেটিও তাঁর নিজের দেহেই বেড়ে উঠেছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
চিকিৎসাশাস্ত্রে নজির ফরাসি শল্যচিকিৎসকদের৷ এক মহিলার বাহুতে নাক তৈরি করে তার পর সেটি প্রতিস্থাপিত করা হল তাঁর মুখে নাকের নির্দিষ্ট স্থানে৷ কারণ কর্কট রোগের চিকিৎসায় নাকের বড় অংশ হারিয়েছিলেন ওই রোগিণী৷ ৯ বছর আগে ন্যাজাল ক্যাভিটি ক্যানসারে আক্রান্ত হন তিনি৷ এর পর রেডিওথেরাপি এবং কেমোথেরাপিতে নাসিকার বড় অংশ বাদ দিতে হয়৷ দীর্ঘ কয়েক বছর তুলো শহরের বাসিন্দা ওই মহিলা কাটান অঙ্গহীন অবস্থাতেই৷ বর্তমানে চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে নতুন অঙ্গ পেলেন তিনি৷ এবং সেটিও তাঁর নিজের দেহেই বেড়ে উঠেছে৷
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে থ্রি ডি প্রিন্টেড বায়োমেটিরিয়াল পদ্ধতিতে কার্টিলেজ প্রতিস্থাপনের জন্য তৈরি করা হয় ‘নাসিকা’৷ তার পর তা প্রতিস্থাপন করা হয় মহিলার বাহুতে৷ তাঁর কপালের একাংশ থেকে ত্বক বা চামড়া নিয়ে স্কিন গ্রাফ্টিং করা হয় প্রতিস্থাপিত নাকে৷ দু’ মাস ধরে বাহুতেই বেড়ে ওঠে নাক৷ তার পর তা ফের প্রতিস্থাপিত হয় নির্দিষ্ট স্থানে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর
তাঁর বাহুতে বেড়ে ওঠা নাকের ছবি ফেসবুকে শেয়ার করা হয়েছিল তুলো ইউনিভার্সিটি হসপিটালের তরফে৷ তার পর জানানো হয় যে ওই নাক দ্বিতীয় বার প্রতিস্থাপিত হয়েছে নির্দিষ্ট জায়গায়৷ চিকিৎসকরা জানিয়েছেন ‘‘আজ প্রতিস্থাপন সফল৷ বাহুতে প্রতিস্থাপনের পর দু মাস পর্যবেক্ষণ করে অবশেষে নির্দিষ্ট জায়গায় বসানো গিয়েছে নাক৷’’ রোগিণী সুস্থ আছেন এবং তাঁকে এখনও পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে চিকিৎসকদের তরফে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে মাইক্রোসার্জিরির সাহায্যে ওই মহিলার বাহুর ব্লাড ভেসলের সঙ্গে তাঁর মুখের ব্লাড ভেসলের সংযোগ স্থাপন করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নজিরবিহীন! নাসিকা হারানো মহিলার হাতে বেড়ে উঠল অন্য নাক, তার পর বসানো হল মুখের নির্দিষ্ট স্থানে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement