লটারিতে পেয়েছেন ৮২ কোটি! খরচ করার জন্য মনের মতো স্ত্রী খুঁজছেন যুবক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Jackpot Winner: সুপারকার ও বিলাসবহুল ঘড়ি দেদার কেনার পর এ বার যুবকের লক্ষ্য একজন জীবনসঙ্গিনী সন্ধান৷ কেন? বাকি টাকা খরচ করার জন্য৷
লটারি জেতার পর আনন্দে আত্মহারা হয়ে যাওয়াই দস্তুর৷ কী করে বড় অঙ্কের টাকা খরচ করবেন, ভেবে পান না৷ চলতে থাকে পরিকল্পনা, কত টাকা খরচ করা হবে, কীভাবে খরচ করা হবে, কত টাকাই বা রাখা হবে সঞ্চয়ে৷ খরচ করার উপায় ভাবতে ভাবতেই চলে যায় সময়৷
সেই সময় খরচ করতে রাজি নন জার্মানির ডর্টমুন্ডের বাসিন্দা কুরসত ইলডিরিম৷ গত ২৪ সেপ্টেম্বর তিনি লটারির জ্যাকপট জিতেছেন৷ পেয়েছেন প্রায় ১০ মিলিয়ন ইউরো৷ ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৮২ কোটি টাকা৷ সুপারকার ও বিলাসবহুল ঘড়ি দেদার কেনার পর এ বার যুবকের লক্ষ্য একজন জীবনসঙ্গিনী সন্ধান৷ কেন? বাকি টাকা খরচ করার জন্য৷
advertisement
ইলডিরিমের বাবা তুরস্ক থেকে আসা অভিবাসী৷ দেশান্তরী পরিবারের ছেলে ইলডিরিম কাজ করতেন একটি স্টিলের কারখানায়৷ লটারি পাওয়ার পর সে কাজ ছেড়ে দিয়েছেন৷ ইতিমধ্যেই ফেরারি ও পোর্শে কিনে খরচ করেছেন প্রায় ৬ কোটি টাকা৷
advertisement
আরও পড়ুন : নেপালের খুম্বু হিমবাহের দুর্গম জনহীন ‘ভূতুড়ে গলি’-তে লেন্সবন্দি দুর্লভ তুষারচিতা, বাজিমাত তরুণী আলোকচিত্রীর
জার্মান সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন তিনি এখনও সিঙ্গল৷ এখন বিয়ে করতে চান৷ তবে জীবনসঙ্গিনীর রূপ নিয়ে আদৌ ভাবিত নন৷ বলেছেন ‘‘আমি শুধু প্রেমে পড়তে চাই৷ আমি এমন মহিলাকেই বিয়ে করতে চাই যিনি বেড়াতে ভালবাসেন এবং আমার সঙ্গে সংসার করতে আগ্রহী৷’’
advertisement
আরও সংযোজন, লটারিজয়ী ইলডিরিম চান জীবনসঙ্গিনী যেন তাঁর উপর থেকে আস্থা না হারিয়ে ফেলেন, যা-ই হয়ে যাক না কেন! এমনকি, জার্মান ট্যাবলয়েড তো তাঁর ইমেল আইডি-ও প্রকাশ করেছে৷ যাতে আগ্রহী যুবতীরা আবেদন করতে পারেন৷ অর্ধাঙ্গিনী সন্ধানের পাশাপাশি তিনি লটারিও খেলে যাচ্ছেন৷ জানিয়েছেন, ১৫ বছরের এই অভ্যাস তিনি ছাড়তে পারবেন না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 10:05 AM IST