Love Affair: প্রেমের 'ঋণে' জড়িয়ে গেলেন গৃহবধূ! 'লোনের স্যার'কে বিয়ে করবই, অভিনব পথ বাছলেন মহিলা

Last Updated:

Love Affair: ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করা হয়েছে বলেও যুবতী অভিযোগ করেছেন।

+
প্রতীকী

প্রতীকী ছবি

নদিয়া: ‘লোনের স্যারে’র সঙ্গে যুবতীর প্রেম, স্বামী ছেড়ে প্রেমিককে বিয়ের দাবিতে ধরনা গৃহবধূর। ক্ষুদ্র ঋণ সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ। ঋণের কিস্তি আদায় করতে আসা ‘স্যারে’র প্রেমে পড়ে যান যুবতী। স্বামীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসেন নিজের বাড়িতে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বিচ্ছিন্ন গৃহবধূর সঙ্গে কয়েক লক্ষ টাকা ও সোনার গয়না হাতিয়ে নেন বলে অভিযোগ। আরও অভিযোগ, বিবাহিত মহিলার সঙ্গে দিনের পর দিন সহবাস করার পর, বিয়ে করতে অস্বীকার করছেন যুবক। অবিলম্বে বিয়ের দাবিতে সেই যুবকের বাড়িতে ধরনা দেন প্রেমিকা। সেই সময় তাঁকে মারধর ও হেনস্থার অভিযোগ ওঠে প্রেমিকের পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার থানার পাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামে।
advertisement
আরও পড়ুন: বড় ভুলে উচিত শাস্তি! মাধ্যমিকের ১২ হাজার খাতায় যোগে ভুল, যোগ্য শাস্তি ১৩০০ শিক্ষককে!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদিয়ার থানারপাড়া থানা এলাকার ফাজিলনগর গ্রামের বাসিন্দা যুবকের সঙ্গে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক এক পড়শি যুবতীর। দুই পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় যুবতীর বিয়ে হয় অন্যত্র। কর্মসূত্রে ওই গ্রামেই ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায়ের কাজ পায় ওই যুবক। পুরনো প্রেমের সম্পর্ক ফের নতুন করে তৈরি হয়। প্রেমিকের সঙ্গে নতুন করে তৈরি হওয়া ঘনিষ্ঠতার জেরে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসে যুবতী।
advertisement
advertisement
অভিযোগকারিণী অভিযোগকারিণী
আরও পড়ুন: ইনসুলিন-ভিটামিনের ভাণ্ডার, প্লাম বলুন বা আলুবোখরা; উপকার শুনলে মাথা ঘুরে যাবে!
যুবতীর সঙ্গে থাকা বেশ কয়েক ভরি সোনার গয়না ও আড়াই লক্ষ টাকা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক হাতিয়ে নেই বলে অভিযোগ। ওই যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করা হয়েছে বলে ও যুবতী অভিযোগ করেছেন। পরিবারের পক্ষ থেকে বিয়ের কথা বলতে গেলে যুবকের পরিবার অস্বীকার করে। তারপরেই বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে ধরনায় বসে যুবতী।
advertisement
অভিযোগ, যুবকের বাড়ির সামনে ধরনায় বসতেই আচমকা পরিবারের লোকেরা তাঁকে মারধর করা শুরু করেন। খবর পেয়ে যুবতীর পরিবারের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। যুবতীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন দিনের পর দিন। বিয়ে কখন করবে বলতে গেলেই বেশ কয়েক দিন ধরেই ধমক দিচ্ছিলেন তিনি। এর পরেই তাঁর বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসার সিদ্ধান্ত।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Love Affair: প্রেমের 'ঋণে' জড়িয়ে গেলেন গৃহবধূ! 'লোনের স্যার'কে বিয়ে করবই, অভিনব পথ বাছলেন মহিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement