Lotus Farming: নবাড়ির ছাদে ‘পদ্মের রাজ্য’! ৪২টিরও বেশি প্রজাতি রয়েছে পূর্বস্থলীর উৎসবের বাগানে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Lotus Farming: বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছেন উৎসব। ইউটিউব দেখে নিজেই শিখে নিয়েছেন ছাদে পদ্ম চাষ
পূর্ব বর্ধমান: ছাদ জুড়ে যেন স্বর্গ! ৪২ প্রজাতির পদ্ম চাষ করে নজির গড়ল পূর্বস্থলীর উৎসব। ছোটবেলা থেকেই ফুলের প্রতি তার অগাধ ভালবাসা। আর সেই ভালবাসাকে হাতিয়ার করেই আজ সকলকে চমকে দিচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক তরুণ পড়ুয়া। তাঁর নাম উৎসব ঢালি। বাড়ির ছাদে ৪২ প্রজাতির দেশি বিদেশি পদ্ম চাষ করে তিনি গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মেড়তলা পঞ্চায়েতের দক্ষিণ সাজিয়াড়া গ্রামের বাসিন্দা উৎসবের এই অনন্য উদ্যোগ দেখতে ভিড় করছেন এলাকাবাসীরাও। কেউ বলছেন “ছাদজুড়ে যেন স্বর্গ”, কেউ আবার বলছেন “এ এক ফুলের রাজ্য!”
উৎসব এই বিষয়ে বলেন, “সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথম আমি যোগাযোগ করেছিলাম এক পদ্ম চাষীর সঙ্গে এবং তারপর এই চাষ শুরু করেছি। আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই চাষে কোনো রকম বেশি পরিশ্রম নেই। পরিচর্যা খুব কম করতে হয়।” উৎসবের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। বাবা স্বপন ঢালি একজন ছোট কৃষক, মা প্রভাতি ঢালি গৃহবধূ। বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছেন উৎসব। ইউটিউব দেখে নিজেই শিখে নিয়েছেন ছাদে পদ্ম চাষ।
advertisement
আরও পড়ুন: ম্যাপ থেকে মুছে যাবে আস্ত গ্রাম! আশঙ্কা বাসিন্দাদের, স্বাধীনতার পরেও এই গ্রামের হাল দেখলে ভুরু কুঁচকে যাবে
কলকাতা ও উত্তর দিনাজপুর থেকে সংগ্রহ করেছেন নানা রকমের বীজ। আর তারপর শুরু সেই প্রেমময় পরিশ্রম। গামলায় ফুটে উঠেছে বাহারি সব পদ্ম—লাল, হলুদ, সাদা, সবুজ, গোলাপি! ভারতীয় প্রজাতির মধ্যে রয়েছে সিতারা, ঐশ্বর্য, শ্বেতা, মোহনা, বাটার মিল্ক। বিদেশি পদ্মের মধ্যেও রয়েছে থাইল্যান্ডের অদিথি, রেড পেঙ্গুইন, জুলিয়েট, ডিলান, রেড অ্যামিটি ও সরস্বতীর মতো দুর্লভ প্রজাতি। উৎসবের মা প্রভাতি ঢালি বলেন, “ও সারাদিন এই নিয়েই থাকে, পড়াশোনাও করে। পদ্ম ফুল ও খুব ভালবাসে। আমাদেরও ভালো লাগে দেখতে। অনেকে দেখতেও আসে।”
advertisement
advertisement
আরও পড়ুন: প্রশাসনের তরফে মেলেনি সহযোগিতা! গ্রামবাসীরা নিজেরাই সংস্কার করলেন রাস্তা
উৎসবের কথায়, এই পদ্ম চাষ করেও ভাল টাকা উপার্জন করা সম্ভব। নিজের স্বপ্নপূরণ তো বটেই, উৎসব দেখিয়ে দিচ্ছেন ইচ্ছা আর অধ্যবসায়ের জোরে নিজের পছন্দের জগতেও তৈরি হতে পারে বিকল্প আয়ের পথ। ছাদে পদ্ম চাষ করে উৎসব একদিকে যেমন স্বনির্ভরতার বার্তা দিচ্ছেন, তেমনই নতুন প্রজন্মের কাছে হয়ে উঠছেন এক বড়ো অনুপ্রেরণা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lotus Farming: নবাড়ির ছাদে ‘পদ্মের রাজ্য’! ৪২টিরও বেশি প্রজাতি রয়েছে পূর্বস্থলীর উৎসবের বাগানে