বৃষ্টি নেই, জমিতেই শুকিয়ে যাচ্ছে পাট গাছ, মাথায় হাত চাষীদের

Last Updated:

বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। জল না পেয়ে মাঠেই শুকিয়ে নষ্ট হচ্ছে পাট গাছ।

#উদয়নারায়ণপুর: বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। জল না পেয়ে মাঠেই শুকিয়ে নষ্ট হচ্ছে পাট গাছ। খাল-বিল শুকিয়ে কাঠ। মাথায় দেনার দায়। কপালে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে হাওড়া উদয়নারায়ণপুর ও আমতার পাট চাষিদের।
খাতা-কলম বলছে, বর্ষা সেই কবে ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে। কিন্তু কোথায় বৃষ্টি? ছিটেফোঁটা যা হচ্ছে, তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। পর্যাপ্ত জল না পেয়ে ব্যাপক ক্ষতির মুখে হাওড়ার আমতা ও উদয়নারায়ণপুরের পাটচাষ।
এমনিতেই মন্দা পাটের বাজার। ফলন ভালো হলেও, তার দাম মেলা ভার। এবার সমস্যা বাড়িয়েছে তীব্র জল সংকট। পুকুর, খাল, বিল শুকিয়ে কাঠ। জলশূন্য টুকুর খাল। জল নেই মজা দামোদর,রামপুর ক্যানালেও। মাঠেই শুকিয়ে যাচ্ছে পাট গাছের পাতা।
advertisement
advertisement
দামোদর নদ থেকে পাম্প চালিয়ে জল তুলে পাট পচানোর কাজ চলছে। তবে তা ব্যয়সাধ্য। খরচ দেড়শো টাকা প্রতি ঘণ্টা। কৃষকদের আশঙ্কা, খুব তাড়াতাড়ি বরুণদেবের কৃপা না হলে পাট গাছ বাঁচানো যাবে না। মেটানো যাবে না দেনাও। দক্ষিণবঙ্গে পথ হারিয়েছে বর্ষা। এখনও আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস। একটু বৃষ্টির জন্য এখন হা-পিত্যেশ অপেক্ষা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টি নেই, জমিতেই শুকিয়ে যাচ্ছে পাট গাছ, মাথায় হাত চাষীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement