Lok Sabha Election 2024: 'আমিই তমলুকের হেভিওয়েট প্রার্থী', মনোনয়ন পেশের পর সায়ন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Lok Sabha Election 2024: সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জেলাশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পেশ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম সমর্থিত কংগ্রেসের প্রার্থী উর্বশী ব্যানার্জী ভট্টাচার্য
পূর্ব মেদিনীপুর: মনোনয়ন জমা দেওয়ার পর নিজেকে হেভিয়েট প্রার্থী বলে ঘোষণা তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ের। এই তরুণ আইনজীবী প্রার্থী শুক্রবার জেলাশাসকের কার্যালয়ে জেলাশাসক জয়সি দাশগুপ্তের হাতে মনোনয়ন পেশ করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ‘হেভিওয়েট প্রার্থী’ সংক্রান্ত এই মন্তব্য করেন।
এদিন সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই জেলাশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পেশ করেন কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিআইএম সমর্থিত কংগ্রেসের প্রার্থী উর্বশী ব্যানার্জী ভট্টাচার্য। তাঁরা প্রায় দুই কিলোমিটার পথ সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দফতরে পৌঁছন।
advertisement
advertisement
কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা এবং উচ্ছ্বাস চোখে পড়ার মত ছিল। জেলাশাসকের দফতরে কড়া নিরাপত্তার মধ্যে প্রার্থীদের ঢুকতে দেওয়া হয়। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সায়ন বলেন, ‘এত বিপুল জনসংখ্যা, সমর্থক আমাদের পাশে আছে। বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি একজোট হয়ে এবারের নির্বাচনে ময়দানে নেমেছে। তমলুকে অন্য কেউ নয়, সায়ন ব্যানার্জি হেভিওয়েট প্রার্থী। বিপুল মানুষের সমর্থন আছে, ফলে ভোটের ফলাফলে আমরাই জয়ী হব।’
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: 'আমিই তমলুকের হেভিওয়েট প্রার্থী', মনোনয়ন পেশের পর সায়ন