Lok Sabha Election 2024: বরযাত্রী নয়, ব্যান্ড পার্টি বাজিয়ে ভোটের প্রচার করলেন প্রার্থী
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Lok Sabha Election 2024: আগে ভাগে প্রচার সেরে রাখছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। এই তীব্র গরমকে উপেক্ষা করে কোনভাবেই রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি মাটির ছাড়তে নারাজ জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল
দক্ষিণ ২৪ পরগনা: সারাদেশে সাত দফায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এর মধ্যে প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। রাত পোহালেই হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। শেষ দাফাতে ভোট হবে দক্ষিণ ২৪ পরগনার চার কেন্দ্রে। এখনো প্রায় দু মাসের কাছাকাছি বাকি আছে ভোট।
ফলে এখানকার প্রার্থীরা ভোট প্রচারের জন্য বাকিদের থেকে সবচেয়ে বেশি সময় পাচ্ছেন। তবে কেউ এই সময় নষ্ট করতে রাজি নন। প্রত্যেকেই জোর কদমে প্রচার চালাচ্ছেন। আগে ভাগে প্রচার সেরে রাখছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। এই তীব্র গরমকে উপেক্ষা করে কোনভাবেই রাজনৈতিক ময়দানে এক ইঞ্চি মাটির ছাড়তে নারাজ জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল। এই গরমের মধ্যেই অভিনব প্রচার করতে দেখা গেল তাঁকে।
advertisement
advertisement
জয়নগরের শ্রীপুর অঞ্চলে ভোট প্রচার করেন এই তৃণমূল প্রার্থী। দেখলে মনে হবে যেন কোনও বিয়ে বাড়ি। তবে বিয়ে বাড়ি নয়, বিয়ে বাড়ির মত ব্যান্ড পার্টি বাজিয়ে রাজনৈতিক প্রচার করছেন তিনি। গলায় রজনীগন্ধার মালা সঙ্গে ব্যান্ড পার্টির বাজনা সহযোগে প্রচার করেন প্রতিমা মণ্ডল। কখনও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলা, আবার কখনও এলাকার বেশ কিছু মন্দিরে পুজোও দিচ্ছেন তিনি। সাধারণ মানুষের এই গরমে কষ্ট না হয় সেই কথা মাথায় রেখে রোদ বাড়ার আগেভাগে প্রচার সেড়ে রাখছেন। তাই তিনি কর্মী সমর্থকদের ছাতা জলের বোতল সঙ্গে রাখার পরামর্শ দেন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 25, 2024 8:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বরযাত্রী নয়, ব্যান্ড পার্টি বাজিয়ে ভোটের প্রচার করলেন প্রার্থী