Forest Parrot Attack: হাতি বাইসন তো আছেই, এবার আকাশ পথে হামলা চালাচ্ছে এরা! মাথায় হাত ভুট্টা-চাষিদের

Last Updated:

Forest Parrot Attack: বন টিয়ার এই উৎপাতের বিষয়টি জানানো হয়েছে বন দফতরকে। সকালে বনটিয়া পাখি ও রাতে বুনো হাতির তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্ৰস্থ হচ্ছেন কৃষকরা

+
বন

বন টিয়া

আলিপুরদুয়ার: শস‍্য ক্ষেতে নতুন আতঙ্কের নাম বনটিয়া। ঝাঁকে ঝাঁকে এসে সাবাড় করে দিচ্ছে শস‍্য ক্ষেত। পরিস্থিতি এমনই যে কৃষকরা কিছুই করতে পারছেন না, যেন দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।আলিপুরদুয়ার জেলাজুড়েই ঘটছে এই ঘটনা।
বন টিয়ার এই উৎপাতের বিষয়টি জানানো হয়েছে বন দফতরকে। সকালে বনটিয়া পাখি ও রাতে বুনো হাতির তাণ্ডবে মারাত্মক ক্ষতিগ্ৰস্থ হচ্ছেন আলিপুরদুয়ার জেলার সাঁতালি ও লতাবাড়ি এলাকার কৃষকরা। সকালে ঝাঁকে ঝাঁকে বন টিয়া চলে আসে শস‍্যক্ষেতে। এলাকার কৃষকদের ভুট্টা ক্ষেতে হানা দিয়ে ভুট্টা খেয়ে চলে যাচ্ছে। কিছুই বাঁচছে না। এদিকে সন্ধে হলেই বুনো হাতির দল এলকার কৃষকদের শস‍্যক্ষেতে হানা দিচ্ছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে বন টিয়াকে কীভাবে আটকাবেন তা বুঝতে পারছেন না একটু ঝগড়া। ভুট্টা এখনও পাকেনি, তার আগেই কাঁচা ভুট্টা সাফ করে দিচ্ছে পাখি। কয়েকজন কৃষক টিয়া পাখি ঠেকাতে গেলে তারা ঠুকরে রক্তাক্ত করে দিয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এই বিষয়ে অভিযোগ জানালেও বন দফতর কিছু করছে না বলে অভিযোগ। যদিও হ্যামিলটনগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Forest Parrot Attack: হাতি বাইসন তো আছেই, এবার আকাশ পথে হামলা চালাচ্ছে এরা! মাথায় হাত ভুট্টা-চাষিদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement